‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’সঞ্জয়লীলা বানসালি নির্মিত এ সিনেমা নিয়ে বিতর্ক কম হয়নি। মুক্তিতে নিষেধাজ্ঞাও দিয়েছিলেন আদালত। সব প্রতিকুলতা অতিক্রম করে সিনেমাটি গত ২৫ ফেব্রুয়ারি মুক্তি পায়। প্রিমিয়ারের পর থেকে প্রশংসা কুড়াচ্ছেন এ সিনেমার অন্যতম অভিনেত্রী আলিয়া ভাট। বক্স অফিসেও সাড়া ফেলেছে এটি।
শুক্রবার (৪ মার্চ) সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান বানসালি প্রোডাকশন জানিয়েছে, মুক্তির এক সপ্তাহে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ সিনেমাটি বিশ্বব্যাপী শত কোটির বেশি আয় করেছে। তাদের হিসাব মতে, ‘১০৮.৩ কোটি রুপি আয় করেছে এটি। প্রতিষ্ঠানটির অফিশিয়াল ইনস্টাগ্রামে লিখেছে, ‘এত ভালোবাসা দেওয়ার জন্য ধন্যবাদ।’
হল মালিক ও ডিস্ট্রিবিউটরদের দাবি, ক্রমশ শিথিল হচ্ছে করোনা বিধিনিষেধ। দিল্লি, মহারাষ্ট্রের প্রেক্ষাগৃহে ১০০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে সিনেমাটি আরো ভালো ব্যবসা করবে, এমনই প্রত্যাশা তাদের। তা ছাড়া পশ্চিমবঙ্গে মিনারসহ একাধিক প্রেক্ষাগৃহে ‘গঙ্গুবাই’-এর তিনটি শো চলছে। ছুটির দিনে সেখানে ‘হাউসফুল’ ছিল। ইন্ডাস্ট্রির খবর, অন্য দিনগুলোতেও ভালো ব্যবসা করছে সিনেমাটি।
মুম্বাইয়ের কামতাপুর এলাকার যৌনকর্মী গাঙ্গুবাই এক সময় হয়ে উঠেছিলেন আন্ডারওয়ার্ল্ড ডন। তাকে নিয়ে লেখক হুসেন জাইদী রচনা করেন ‘মাফিয়া কুইন্স অব মুম্বাই’ নামে একটি বই। এই বইয়ের একটি অংশ নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমা। এতে যৌনকর্মী গাঙ্গুবাইয়ের চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট।
ইবাংলা/ টিপি/ ৬ মার্চ, ২০২২