ভাইয়ের বাড়ীতে বেড়াতে যাওয়ার সময় বরগুনার আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের চুনাখালী কালর্ভাট নামক স্থানে সড়ক র্দুঘটনায় মা ও ছলের মৃত্যু হয়েছে। সোমবার (৭ মার্চ) সকাল ৮ টার দিকে এ দূর্ঘটনা ঘটে। নহিতরা হলেন বরগুনার আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের পশ্চিম চুনাখালী গ্রামের আবুল কালামের স্ত্রী নূরজাহান বগেম (৪০) ও তার ছেলে মোঃ রাকবি (১৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে সকালে মা নূরজাহান বেগম তার ছেলে রাকিবকে সাথে নিয়ে পায়ে হেটে খানকায়ে ছালেহিয়া কমপ্লক্সে সংলগ্ন এলাকায় ভাইয়ের বাড়ীতে যাচ্ছিল। এ সময় আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের চুনাখালী কালর্ভাট নামক স্থানে পৌছালে মালবাহি ট্রাক এবং পিকআপ ভ্যান রাস্তা ওভারটেক করার সময় পিকআপ ভ্যানটি (চট্র মট্রেো ন-১১- ৯০৬৩) মা ও ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। পরে পিকআপ ভ্যানের ড্রাইভার ও হেলপার ঘটনাস্থলে গাড়ীটি ফলে রেখে পালিয়ে যায়।
সংবাদ পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করে থানায় নিয়ে যায়। নহিত মা ও ছেলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেনারেল হাসপাতাল র্মগে পাঠানো হয়েছে। এ বিষয়ে আমতলী থানার ওসি এ কে এম মিজানুর রহমান বলেন, সড়ক দূর্ঘটনায় পথচারী মা ও ছেলের পিকআপ ভ্যানের চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আমতলী থানায় একটি মামলা রের্কড করা হচ্ছে।
ইবাংলা/ টিপি/ ৭ মার্চ, ২০২২