নিষেধাজ্ঞায় শীর্ষে রাশিয়া !

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বের সবচেয়ে নিষেধাজ্ঞায় থাকা দেশের তালিকায় ইরান ও সিরিয়াকে পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছে রাশিয়ার নাম। সম্প্রতি বিবিসি এ খবর জানিয়েছে। নিষেধাজ্ঞা পর্যবেক্ষক ওয়েবসাইট ক্যাস্টেলুম ডট এআই-এর তথ্যের বরাত দিয়ে মঙ্গলবার (৮ মার্চ) এ খবর প্রকাশ করে বিবিসি।

২২শে ফেব্রুয়ারির আগে থেকে রাশিয়ার বিরুদ্ধে ২ হাজার ৭৫৪টি নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ইউক্রেন হামলার পর আরও ২ হাজার ৭৭৮টি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফলে সবমিলিয়ে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩২টি। পর্যবেক্ষক ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী এ সংখ্যা জানা গেছে।

এসব নিষেধাজ্ঞার প্রায় ২১ শতাংশ জারি করেছে যুক্তরাষ্ট্র। এরপর যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন মিলে বাকি ১৮ শতাংশ নিষেধাজ্ঞা দিয়েছে। ইউক্রেনে হামলা বন্ধে রাশিয়াকে বাধ্য করার জন্য এরপর বিশ্বের অন্য অনেক দেশ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলাও শুরু করে রুশ বাহিনী। রুশ সীমান্তবর্তী ইউক্রেনের শহরগুলো ঘিরে রেখেছে রাশিয়ার সেনা বাহিনী; হামলা চলছে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও।

ইবাংলা/ টিপি/ ৮ মার্চ ২০২২

নিষেধাজ্ঞার তালিকারাশিয়া
Comments (0)
Add Comment