অনৈতিক প্রস্তাব দিয়ে কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত

কলেজ ছাত্রীকে উত্ত্যক্ত

নাটোরের গুরুদাসপুরে ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করার অভিযোগে কলেজের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ মার্চ) দুপুরের দিকে উপজেলার খুবজীপুর মোজাম্মেল হক ডিগ্রি কলেজ থেকে অভিযুক্ত জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। এর আগে জাকিরকে কলেজের কক্ষে তালা দিয়ে সকাল ১০টার দিকে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরে সংবাদ পেয়ে পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। এ সময় অভিযোগকারী ছাত্রীর চাচা মামলা করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

কলেজের অধ্যক্ষ আবু সাঈদ বলেন, এটা ইভ টিজিংয়ের ঘটনা। শিক্ষার্থীদের সমাধানের কথা বলা হয়েছিল। তারপরও তারা বিক্ষোভ করেছিল। পরে ইউএনও, এসিল্যান্ড এবং থানার ওসিসহ পুলিশ সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন আরও বলেন, শিক্ষার্থীকে উত্ত্যক্তের জেরে কলেজে বিক্ষোভের সংবাদ পেয়ে ঘটনাস্থলে যাই। এ সময় অভিযুক্তকে আটকসহ কলেজ ক্যাম্পাসে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সঠিক বিচারের আশ্বাস দিই। বেলা দেড়টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন বলেন, বিভিন্ন সময় ভুক্তভোগী ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন চতুর্থ শ্রেণির কর্মচারী জাকির হোসেন। মঙ্গলবার (৮ মার্চ) সকালেও তাকে অনৈতিক প্রস্তাব দেন তিনি। পরে এ ঘটনাটি অন্য শিক্ষার্থীদের জানালে কলেজে বিক্ষোভ শুরু করেন তারা। একপর্যায়ে ইটপাটকেল ছুড়তে থাকেন বিক্ষুব্ধরা। এ সময় কলেজের একটি কক্ষে তালা মেরে অভিযুক্তকে অবরুদ্ধ করে রাখা হয়।’

তিনি আরও বলেন, এ ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন ঘটনাস্থলে গিয়ে ঘটনার সুষ্ঠ বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। পরে অভিযুক্ত জাকিরকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় কলেজছাত্রীর চাচা জাকির হোসেনকে অভিযুক্ত করে একটি মামলা করেছেন। পরে তাকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

ইবাংলা/জেএন/৮মার্চ২০২২

কর্মচারীকেগ্রেপ্তার
Comments (0)
Add Comment