মশার উপদ্রবে অতিষ্ট ইবি ক্যাম্পাস

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে বৃদ্ধি পেয়েছে মশার উপদ্রব। দিনে-দুপুরেই মশার উপদ্রব, সন্ধ্যায় ক্যাম্পাসের কোথাও ১ মিনিট দাড়িয়ে থাকা দায়, রাত হলে মশার যন্ত্রনা আরো বেড়ে যায়। মশার যন্ত্রণায় ক্যাম্পাসের বিভিন্ন স্থান ও হলগুলোর কক্ষে বসে থাকা কষ্টকর হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

যত্রতত্র আবর্জনার ভাগাড়, অরক্ষিত পানি নিষ্কাষন ব্যবস্থাসহ নানা কারণে বেড়েছে মশার উপদ্রব। ক্যাম্পাস পরিষ্কার রাখা ও মশা নিধনে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাস জুড়েই অপরিচ্ছন পরিবেশ, আবাসিক হলগুলোর আশেপাশে যত্রতত্র ময়লা আবর্জনার ভাগাড়, অরক্ষিত পানি নিষ্কাষণ ব্যবস্থা, লেক এলাকায় কচুরিপানায় ভর্তি ইত্যাদি কারণে মশার উপদ্রব বেড়েছে। দিনের বেলায় শ্রেণীকক্ষেও মশার উপদ্রপ লক্ষ্য করা যায়। এছাড়াও ক্যাম্পাসে যত্রযত্র অনেকগুলো গাছ ফেলে রাখা হয়েছে। গাছগুলোতে পানি জমে থাকে। সেখান থেকেও মশা জন্ম নেয়।

মশার যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী নাজিফা সুলতানা জানান, ‘ক্যাম্পাসে যত্রতত্র আবর্জনার কারণে বেড়েছে মশার উপদ্রব। মশার উপদ্রবে অতিষ্ঠ হয়ে গেছি। দুপুর বেলায় ঘুমাতে গেলেও মশার যন্ত্রনায় ঠিক বিশ্রামও নিতে পারিনা। রাত হলে শুরু হয় মশার গান গাওয়া। মশার যন্ত্রনা থেকে রক্ষা পেতে কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে এস্টেট অফিসের প্রধান টিপু সুলতান বলেন, ‘ইতোমধ্যে মশা নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যেই কাজ শেষ হবে বলে আশা রাখি।’

ইবাংলা/ জেএন/ ৯ মার্চ, ২০২২

ইবিতেউপদ্রবমশার
Comments (0)
Add Comment