বন্য শুকুরের আক্রমণে কাঠুরিয়ার মৃত্যু

বান্দরবান প্রতিনিধি

বান্দরবান পাবত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী দোছড়ির দূর্গম এলাকায় বণ্য শুকরের আক্রমণে ৪৩ বছরের আবুল বশর নামে এক কাঠুরিয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত আবুল বশর পেশায় কাঠুরিয়া ছিলেন। বুধবার (৯ মার্চ) বাংলাদেশ-মায়ানমার সীমান্ত লাগোয়া ডলুঝিরি চাকপাড়ার দূর্গম পাহাড়ে বাঁশ কাটতে গিয়েছিলেন তিনি। সেখানে বন্য শুকুরের আক্রমণের শিকার হন।

পরে সহপাঠী কাঠুরিয়ারা তার মরদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে আসেন। নিহত আবুল বাশার পার্শ্ববর্তী রামু উপজেলার মৌলভীর কাটা সিদ্দিক মিয়াজীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা টান্টু সাহা বলেন- কুরিক্ষং চাকপাড়া থেকে লাশটি পরিবার উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে এসেছে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ শেষে লাশটি থানায় নিয়ে আসে।

ইবাংলা/ জেএন/ ১০ মার্চ, ২০২২

কাঠুরিয়ারমৃত্যু
Comments (0)
Add Comment