গলার চেনে ঢাকা স্তনযুগল। সেভাবেই রাস্তায় ঘুরছেন উরফি জাভেদ! সেই ছবি আজ সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল।
এ দিন উরফি যে পোশাক পরে বেরিয়েছিলেন, তাতে তাঁর প্রায় গোটা শরীর স্পষ্ট। এ ভাবেই তাঁকে দেখতে পেয়ে ছুটে আসেন পাপারাৎজিরা।
উরফি কিছু নিয়েই বিচলিত নন, তাই তাঁকে দেখা গিয়েছে পথচারী এবং ছবি শিকারীদের সামনে পোজ দিতে।
যদিও এ দিনফটো তুলতে গিয়ে বার বার নিজের চেন-স্টার টপ ঠিক করতে দেখা গিয়েছে নায়িকাকে। মাঝে মধ্যেই সেই চেনের ফাঁকে উঁকি দিয়েছে শরীরের অংশ!
গলার চেনে ঢাকা স্তনযুগল। সেভাবেই রাস্তায় ঘুরছেন উরফি জাভেদ! সেই ছবি আজ সোশ্যাল মিডিয়ায় তুমুল
উল্টো শার্ট পরে নেটিজেনদের চরম কটাক্ষের শিকার হয়েছিলেন উরফি।
বোতাম খোলা ব্লেজারে উরফি জাভেদ।
ব্লাউজহীন শাড়িতে সোশ্যাল মিডিয়ার উত্তাপ বাড়িয়েছিলেন উরফি জাভেদ।
ইবাংলা/ জেএন/ ১২ মার্চ, ২০২২