গৃহবধূ হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশ ও জরিমানা

ইবাংলা ডেস্ক

খুলনার ডুমুরিয়া উপজেলা সদরের গৃহবধূ পারভীন বেগম হত্যা মামলায় তার সাবেক দ্বিতীয় স্বামী লিটন মোল্লাকে মৃত্যুদণ্ডাদেশ ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মশিউর রহমান চৌধুরী মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আসামিকে আদালত থেকে কারাগারে নিয়ে যায়।

সাত কার্যদিবসে মামলাটির বিচার কার্যক্রম শেষ হয়েছে বলে নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এম ইলিয়াস খান ও শাম্মি আক্তার।

আদালত সূত্রে জানা যায়, নিহত পারভীন বেগম লিটন মোল্লার দ্বিতীয় স্ত্রী। হত্যাকাণ্ডের পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের সময় পারভীন আগের ঘরে আট বছরের একটি কন্যাসন্তান নিয়ে লিটনের ঘরে আসেন। বিয়ের পর কিছুদিন সংসার ভালোভাবে চললেও পরে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এ নিয়ে প্রায়ই উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন লিটন মোল্লা।হত্যাকাণ্ডের এক সপ্তাহ আগে পারভীন স্বামীকে তালাক দেন। এ নিয়ে ক্ষুব্ধ হন লিটন মোল্লা। পারভীনকে হত্যার পরিকল্পনা করতে থাকেন ।

২০২১ সালের ১৫ জুন পারভীনকে হত্যার জন্য বাড়ি থেকে শাবল ও ধারালো ছুরি নেন লিটন। দিনগত রাত ১টার দিকে ডুমুরিয়া মহিলা কলেজের পাশে শামসুর রহমানের ভাড়া বাড়িতে এসে পারভীনকে ডাকতে থাকে। সাড়া দিয়ে তিনি আবার ঘুমিয়ে যান। একপর্যায়ে শাবল দিয়ে ঘরের দরজা ভেঙে ফেলেন লিটন। তাকে অস্বাভাবিক দেখতে পেয়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হন পারভীন।

তিনি আরও বলেন , হাতে থাকা ধারালো ছুরি দিয়ে পারভীনের শরীরের বিভিন্ন জায়গায় কোপাতে থাকেন। এরপর মৃত্যু নিশ্চিত করার জন্য পাশের রান্না ঘর থেকে কাঠ এনে মাথায় আঘাত করেতে থাকেন।

ইবাংলা/জেএন/১৫মার্চ২০২২

মৃত্যুদণ্ডাদেশহত্যা মামলায়
Comments (0)
Add Comment