নতুন প্রজন্মই বিনিমার্ণ করবে স্বপ্নের সোনার বাংলা

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয় ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার স্বপ্ন আমরা নতুন প্রজন্মের হাতে তুলে দিতে চাই। তোমাদের হাতেই বিনিমার্ণ হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। এ সময় তিনি কোমলমতি ছাত্র-ছাত্রীদের উদ্দ্যোশে বলেন, তোমরাই জাতির ভবিষৎ কর্ণধার। তাই এখন থেকেই তোমাদের সেভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০ টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের করিডরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদযাপন উপ-কমিটির আয়োজনে বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীদের মধ্যে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীদের তিনটি ক,খ, গ ক্যাটাগরিতে ভাগকরে দেওয়া হয়।

৭ মার্চ ও ১৭ মার্চ উদ্যাপন কমিটির আহবায়ক ও পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রফেসর ড. শেখ রেজাউল করিম, প্রফেসর ড. মেহের আলী, প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ, প্রফেসর ড. আক্তারুজ্জামান প্রমুখ। চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলা বিভাগের প্রফেসর ড. তপন কুমার রায়।

উল্লেখ্য, চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয়সমূহ হচ্ছে “ক” ক্যাটাগরি : শিশু শ্রেণি হতে ২য় শ্রেণির ছাত্র-ছাত্রীদের “গ্রাম বাংলার প্রাকৃতিক দৃশ্য”, “খ” ক্যাটাগরি : ৩য় শ্রেণি হতে ৫ম শ্রেণির পর্যন্ত “নদী মার্তৃক বাংলাদেশ” এবং “গ” ক্যাটাগরি : ৬ষ্ঠ শ্রেণি হতে ১০ম শ্রেণি পর্যন্ত “মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু”।

ইবাংলা /জেএন /১৫মার্চ ২০২২

বঙ্গবন্ধুরসোনার বাংলাস্বপ্নের
Comments (0)
Add Comment