মূল্য পরিশোধ করবে: জেলেনস্কি

ইবাংলা ডেস্ক

চলমান যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করছে পশ্চিমা দেশগুলো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এ জন্য কিয়েভ এখনো কোনো মূল্য পরিশোধ করেনি। কিন্তু তাদের সেই সহায়তার মূল্য আছে, কিয়েভ সেই মূল্য পরিশোধ করবে।পশ্চিমা সাহায্যের মূল্য দেবে কিয়েভ: জেলেনস্কি

তিনি আরও বলেন, ইউরোপ ও অন্য রাষ্ট্রগুলো থেকে বরাদ্দকৃত অর্থ কেবল মানবিক সাহায্য ও অস্ত্র সরবরাহের কাজে ব্যবহার করা হচ্ছে। কিছু অর্থ আমরা পশ্চিমাদের কাছে সরাসরি পাচ্ছি,

গত ফেব্রুয়ারিতে, জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) অনুরোধ জানিয়েছিল যেন দ্রুত ইউক্রেনকে ইউনিয়নে অন্তর্ভুক্ত করা হয়। ইউক্রেনের সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ইইউ ইউক্রেনের সদস্যপদ প্রাপ্তির বিষয়টি বিবেচনায় নিয়েছে।

ইইউ সবশেষ বিবৃতিতে জানানো হয়েছে, ইউক্রেনের সঙ্গে সম্পর্ক মজবুত করার চেষ্টা করা জাচ্ছে। ইউক্রেন ইউরোপীয় পরিবারে যোগ দেওয়ার অধিকার রাখে। ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুতের মতে, ইউক্রেনকে ইউনিয়নে অন্তর্ভুক্ত করতে ইইউ এক মাস, এমনকি এক বছরও সময় নিতে পারে।

চীনকে নিয়ে কেন এত টানাহেঁচড়া জেলেনস্কি আরও বলেছেন,রাশিয়া ও পশ্চিমাকে অবশ্যই ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে।। তিনি অভিযোগ করেন, ন্যাটো তার দেশকে সুরক্ষিত রাখতে কোনো প্রস্তাব দেয়নি।

গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলকে স্বাধীন ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতেই যুদ্ধের দামামা বাজতে শুরু করে। ওই ঘোষণার দুদিন যেতে না যেতেই ২৪ ফেব্রুয়ারি ভোরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া।

অভিযান শুরুর পর কয়েকটি শহরের নিয়ন্ত্রণ নেয় রুশ সেনারা। যুদ্ধবিরতি টানতে সোমবার (১৪ মার্চ) চতুর্থ দফায় বৈঠকে বসেন ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা। কোনো সিদ্ধান্ত ও অগ্রগতি ছাড়াই শেষ হয়েছে এই বৈঠকও। ‘কৌশলগত বিরতি’ টেনে মঙ্গলবার (১৫ মার্চ) ফের আলোচনা শুরু হবে ’১৭ রুশ ধনকুবেরের সম্পদ জব্দ করছে জাপান।

রাশিয়ার ধীর গতির যাত্রা অব্যাহত রয়েছে। রাশিয়া একসঙ্গে কয়েকটি স্থানে অভিযান চালাচ্ছে। ইউক্রেনের প্রতিরোধশক্তি প্রত্যাশার চেয়েও বেশি হলেও রুশ বাহিনী একের পর এক জায়গা দখল করছে। আর ধীরে ধীরে রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হচ্ছে।

পুতিনের মুখপাত্র দিমিত্রি জানিয়েছেন, মূল পরিকল্পনা অনুযায়ী অগ্রসর হচ্ছে রাশিয়া এবং সময়মতো সফলভাবেই এই যুদ্ধ শেষ করা হবে।

ইবাংলা /জেএন/১৫মার্চ২০২২

ইউক্রেনযুদ্ধরাশিয়ার
Comments (0)
Add Comment