মাদক মামলায় চিত্রনায়িকা একার জামিন; মিলছে না মুক্তি

আদালত প্রতিবেদক :

রাজধানীর হাতিরঝিলে বাসা থেকে চিত্রনায়িকা একাকে আটক করেছিল পুলিশ। গৃহকর্মী নির্যাতনের অভিযোগে তাকে আটক করা হয়েছিল। আটকের সময় তার বাসা থেকে ৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছিল হাতিরঝিল থানা-পুলিশ। পুলিশের ইমারজেন্সি ফোন নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে শনিবার (৩১ জুলাই) চিত্রনায়িকা একাকে আটক করেছিল পুলিশ।

পরে একার নামে গৃহকর্মী নির্যাতন ও মাদক মামলায় দায়ের করে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছিল। শুনানি শেষে রোববার (১ আগস্ট) তার রিমান্ড নামঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

এবার মাদক মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা একা। মঙ্গলবার (১০ আগস্ট) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে এই আদেশ দেন বিচারক। তবে গৃহকর্মী নির্যাতন মামলায় জামিনা না মেলায় এখনই মুক্তি পাচ্ছেন না নায়িকা একা।

একার বিরুদ্ধে নির্যাতনের মামলা করেছিল তার বাসার গৃহকর্মী। আর হাতিরঝিল থানা পুলিশ বাদী হয়ে করেছিল মাদক মামলা। নির্যাতনের শিকার গৃহকর্মী হাজেরা বেগম ওই সময় বলেছিলেন, কয়েকটি বাসায় ছোটা বুয়া হিসেবে কাজ করেন তিনি। উলন রোডে নায়িকা একার বাসাতেও তিন মাস ধরে কাজ করছিলেন।

শনিবার দুপুরের পরে ওই বাসায় কাজে গিয়ে তার পাওনা ৫ হাজার টাকা চান তিনি। এতে ক্ষিপ্ত হয়ে একপর্যায়ে ইট দিয়ে তার মাথায় ও হাতে আঘাত করেন একা। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালে হাজেরার স্বামী রফিকুল ইসলাম জানিয়েছিলেন, হাজেরা ওই বাসায় দুপুর বেলায় কাজ করতে যেত।

কিন্তু আজকে সকালে সে ওই বাসায় যায়। সেখানে গিয়ে দেখে একা বাসা পাল্টানোর জন্য মালামাল গোছাচ্ছিলেন। এ জন্য তাকে সারা দিন ওই বাসায় কাজ করতে বলেন।

কিন্তু সে থাকতে অস্বীকার করলে তাকে দিয়ে আর কাজ করাবেন না বলে জানিয়ে দেন। তখন সে তার পাওনা ৫ হাজার টাকা চাওয়াতে ইট দিয়ে আঘাত করে। এরপর এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে তিনি ওই বাসায় গিয়ে আহত স্ত্রীকে দেখতে পান।

ই-বাংলা.প্রেস/ আইএফ/ ১০ আগস্ট, ২০২১

একারচিত্রনায়িকাজামিন
Comments (0)
Add Comment