সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা স্থগিত করে কারামুক্তির মেয়াদ বৃদ্ধি ও বিদেশে চিকিৎসা নিতে শর্ত শিথিলের জন্য আইন মন্ত্রণালয়ে আবেদন করেছে পরিবার। মতামত চেয়ে আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
বুধবার (১৬ মার্চ) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নাম গোপন রাখার শর্তে এক কর্মকর্তা গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছিলেন, আবেদনে সাজা মওকুফ করে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে শর্ত শিথিলের বিষয়টি উল্লেখ করা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত জানানো হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতার জননী, তিনি বিষয়টি ইতিবাচকভাবে দেখবেন বলেও মন্তব্য করেন মন্ত্রী। গত ১ মার্চ খালেদা জিয়ার মুক্তির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে পরিবার।
বুধবার (১৬ মার্চ) সকালে এ বিষয়ে তার বোন সেলিমা ইসলাম বলেন, খালেদা জিয়া অসুস্থ, তার বিদেশে চিকিৎসা খুবই জরুরি। খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, আগের মতোই বাসায় খালেদা জিয়ার চিকিৎসা চলছে।
উল্লেখ্য যে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত খালেদা জিয়ার দণ্ড দ্বিতীয় দফায় ছয় মাসের জন্য স্থগিত করেছে সরকার। আগামী ২৪ মার্চ সেই স্থগিতের মেয়াদ শেষ হচ্ছে।
ইবাংলা/ জেএন/ ১৬ মার্চ, ২০২২