রুশ ‌‘গুপ্তচরকে’৫ দিনের মধ্যে পোল্যান্ড ছাড়ার নির্দেশ

ইবাংলা ডেস্ক

গুপ্তচরবৃত্তির অভিযোগে ৪৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে পোল্যান্ড সরকার। একই সঙ্গে তাদেরকে পাঁচ দিনের মধ্যে পোল্যান্ড ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৩ মার্চ) আলজাজিরার লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়।

পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারিউস কামিনস্কি বলেছেন, গুপ্তচরবৃত্তির অভিযোগে ৪৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। এর মাধ্যমে আমরা আমাদের দেশে রাশিয়ান বিশেষ পরিষেবা নেটওয়ার্ক ভেঙে দিচ্ছি।

এদিকে পোল্যান্ডে রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই আন্দ্রেয়েভ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সংশ্লিষ্ট ব্যক্তিদের পোল্যান্ড ছেড়ে যাওয়ার জন্য ৫ দিন সময় দেওয়া হয়েছে। তবে তিনি এ ধরণের অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন।

পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য কয়েক বছর আগে আবেদন করে ইউক্রেন। মূলত, এ নিয়েই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এর মধ্যে ন্যাটো ইউক্রেনকে পূর্ণ সদস্যপদ না দিলেও ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করায় দ্বন্দ্বের তীব্রতা আরও বাড়ে।

ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন প্রত্যাহারে ইউক্রেনের ওপর চাপ প্রয়োগ করতে যুদ্ধ শুরুর দুই মাস আগ থেকেই ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রাখে মস্কো।

এই কৌশল কোনো কাজে না আসায় গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া। ঠিক তার দুদিন পর ২৪ তারিখ ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর রাশিয়ার সশস্ত্র বাহিনী স্থল, আকাশ ও সমুদ্রপথে ইউক্রেনে এই হামলা শুরু করে।

এ দিকে চলমান এই যুদ্ধে ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন প্রায় ৩৩ লাখ মানুষ। যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১৫ হাজার ৬০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৯২৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

ইবাংলা/ জেএন/ ২৩ মার্চ, ২০২২

কূটনীতিককেবহিষ্কাররুশ
Comments (0)
Add Comment