শিবির সম্পৃক্ততার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষার্থীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থান পুলিশ। শুক্রবার (২৫ মার্চ) ভোর চারটার দিকে অভিযান চালিয়ে গেন্ডারিয়া থানার ধুপখোলা এলাকার একটি মেস তাদের গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম।
এসময় বাসায় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একাধিক নিষিদ্ধ বই, শিবির সংশ্লিষ্ট কাগজপত্র, ল্যাপটপ, মোবাইল সহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করা হয়।
এবিষয়ে কোতোয়ালি থানার ওসি জানান, প্রাথমিক ভাবে তারা নিজেরাও শিবিরের সাথে যুক্ত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তীতে গ্রেপ্তারকৃত সবাইকে আদালতে প্রেরণ করা এবং তাদের ৩ দিনের রিমান্ড চাইলে তা মঞ্জুর করে আদালত।
জবির প্রক্টর অধ্যাপক ড মোস্তফা কামাল বলেন, যেহেতু বিশ্ববিদ্যালয়ের ভিতরের ঘটনা নয় তাই উপযুক্ত সাক্ষ্যপ্রমাণ দিয়ে তারা তাদের অভিযোগ মোকাবেলা করবে।
গ্রেফতার হওয়া সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। যেখানে ১৩ ব্যাচের ৩ জন, ১৪ ব্যাচের ৩ জন, ১৫ ব্যাচের ৪ জন এবং ১৬ ব্যাচের ৪ জন।
ইবাংলা/ জেএন/ ২৫ মার্চ, ২০২২