অভিযানে ক্ষতি ছাড়াল ৬ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার সামরিক অভিযানে ইউক্রেনের ক্ষতি ৬৩ বিলিয়ন বা ৬ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কিয়েভ স্কুল অব ইকোনমিক্স।

অর্থনৈতিক প্রভাব ও ক্ষয়ক্ষতির হিসেব করে এ তথ্য বের করেছে বিশ্ববিদ্যালয়টি। রুশ সেনাবাহিনীর হামলায় এ পর্যন্ত ইউক্রেনের ৯২টি কারখানা, ৩শ’ ৮০টি স্কুলসহ অন্তত সাড়ে চার হাজারের মতো আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এছাড়া, ১২টি বিমানবন্দর ব্যাপকভাবে ক্ষতিস্ত হয়েছে। ধ্বংস হয়েছে সাতটি বিদ্যুৎ কেন্দ্র। এর আগে রুশ আক্রমণে ইউক্রেনে তিন বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর থেকে পরবর্তী এক মাসে অন্তত ৪ হাজার ৪৩১টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত, ধ্বংস বা জব্দ হয়েছে। পাশাপাশি ৯২টি কারখানা ও গুদাম এবং ৩৭৮টি স্কুলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর বাইরে ১২টি বিমানবন্দর ধ্বংস, ক্ষতিগ্রস্ত বা দখল করেছে রুশ বাহিনী। পাশাপাশি সাতটি তাপ বা জলবিদ্যুৎ কেন্দ্রও দখল করেছে তারা।

ইবাংলা /জেএন/২৯ মার্চ২০২২

অভিযানেইউক্রেনেরক্ষতিরাশিয়ারসামরিক
Comments (0)
Add Comment