কুবি প্রেস ক্লাবের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব চতুর্থ পেরিয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করেছে। ‘সর্বদা সত্যের সন্ধানে’ স্লোগান নিয়ে ২০১৮ সালের আজকের দিনে যাত্রা শুরু করে সংগঠনটি।

আহবায়ক কমিটির মাধ্যমে ২০১৮ সালের ৪ এপ্রিল ৯ জন সদস্য নিয়ে যাত্রা করে এই সাংবাদিক সংগঠনটি। যাত্রা শুরুর পর থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপনের জন্য প্রশংসিত সংগঠনটির সাথে বর্তমানে ১৮ জন সদস্য কাজ করছে, পাশাপাশি রয়েছে ১৬ জন সহযোগী সদস্যও। সিনিয়র-জুনিয়রদের আন্তরিক সহযোগিতার মাধ্যমে ক্যাম্পাসে নিরলসভাবে সংবাদ উপস্থাপনের কাজ করে যাচ্ছে সংগঠনটি।

ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক সাফায়িত সিফাত বলেন, কুবি প্রেস ক্লাব ক্যাম্পাস সাংবাদিকদের এমন একটি প্লাটফর্ম যেখানে আমরা পরস্পরের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নিজেদের শাণিত করার চেষ্টা করি। মোহ, ভয়, অসুস্থ প্রতিযোগিতাকে দূরে ঠেলে, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে আমরা ক্যাম্পাসে ইতিবাচক পরিবর্তন আনতে চাই৷ ৫ম বর্ষে পদার্পণের মুহূর্তে এই ধারা অব্যাহত রেখে ভবিষ্যতের তুখোড় সাংবাদিকদের গড়ে তুলতে এই সংগঠন ভূমিকা রাখবে প্রত্যাশা করি।

প্রতিষ্ঠাবার্ষিকী প্রসঙ্গে সংগঠনটির বর্তমান সভাপতি সাজ্জাদ বাসার বলেন, হাঁটি হাঁটি পা পা করে সাফলতার সাথে ৫ম বর্ষে পা রাখলো প্রিয় সংগঠনটি। এর পেছনে যেসকল প্রাক্তনদের অবদান আছে তাদের এবং সংগঠনের সকল শুভানুধ্যায়ীদের প্রতি জানাই অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা। বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি জাতির কল্যাণে নিবেদিত থেকেই আমরা কাজ করে যেতে চাই। সারাজীবন অন্যায়ের বিরুদ্ধে লিখে যাবে এই সংগঠন সেই প্রত্যাশা।

সংগঠনটির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক শতাব্দী জুবায়ের বলেন, ক্লাবের মেধাবী, ত্যাগী, উদ্যমী তরুণ সদস্যদের পরিশ্রমে আজ সংগঠন ধীরে ধীরে পূর্ণতা পেতে যাচ্ছে। মূলধারার ক্যাম্পাস সাংবাদিকতা করার জন্য ২০১৮ সালে যাত্রা হয়েছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের।

প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্লাবের কাছে প্রত্যাশা আরও বেশি। আরও এগিয়ে যাক। ক্লাব হোক ক্যাম্পাসের ধ্বনি। প্রতিষ্ঠাবার্ষিকীতে ক্লাবের সদস্য ও বিশ্ববিদ্যালয় পরিবারের সবাইকে শুভেচ্ছা।

ইবাংলা/ টিএইচকে/ ৪ এপ্রিল, ২০২২

৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী
Comments (0)
Add Comment