তালেবানের ডাকে ‘আফগানিস্তান তিন বাংলাদেশি’!

উগ্রপন্থী তালেবান গোষ্টি দীর্ঘ লড়াই সংগ্রামের পথ পেড়িয়ে আফগানিস্তান সহজে দখল করল। আর এই তালেবানের সঙ্গে যোগ দিতে আফগানিস্তানে এ পর্যন্ত তিন বাংলাদেশি পৌঁছে থাকতে পারে বলে সন্দেহ করছে কাউন্টার টেরোরিজম ইউনিট।

সেটাও বেশ কিছুদিন আগে। তাদের সবাই জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য। তালেবান উত্থানে এদেশের কিছু উগ্রবাদি উজ্জীবিত হতে পারে বলে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। পুরো আফগানিস্তান তালেবানের দখলে। সরকার গঠনের তোড়জোর চালাচ্ছে উগ্রপন্থী গোষ্ঠীটি।

তালেবানের বিজয়ে সাইবার দুনিয়ায় উল্লসিত বাংলাদেশের জঙ্গিরাও। লড়াইয়ে অংশ নিতে আফগানিস্তানে হিযরত করতে অনুসারীদের আহ্বান জানাচ্ছে তারা। তবে সাড়া মিলছে সামান্যই। গেলো চারমাসে আফগানিস্তান তিন বাংলাদেশি পৌঁছে থাকতে পারে বলে সন্দেহ কাউন্টার টেরোরিজম ইউনিটের।

ডিএমপি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট প্রধান মো. আসাদুজ্জামান বলেন,’আফগানিস্তানে যাবার আহ্বানও তারা জানিয়েছে, তালেবানদের সঙ্গে যোগ দিতে। তবে এ বিষয়ে রেসপন্স খুবই কম। তিনজনের বিষয়ে আমরা জানতে পেরেছি। আমরা এ বিষয়ে কাজ করছি।’

গেলো এপ্রিলে ভারতের মেঘালয় ও মিজোরামে পৌঁছায় ওই তিনজন। সেখান থেকে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর থেকে পাকিস্তান হয়ে আফগানিস্তান পৌঁছায় তারা। আফগানিস্তানে হিযরতকারীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা আনসার আল ইসলামের চার সদস্যকে গ্রেপ্তারের পর এসব তথ্য জানতে পারে কাউন্টার টেরোরিজম ইউনিট। দেশে ঢুকলেই আফগানফেরতদের গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম জানান,’তারা বাংলাদেশে প্রবেশ করলে তাদের গ্রেপ্তার করা। আইনের অধীনে আনার প্রক্রিয়া আছে আমাদের। আন্তর্জাতিক কোন ঘটনার প্রেক্ষাপটেই কিন্তু তারা উৎসাহ পাচ্ছে। সেই অনুযায়ি কিন্ত তারা সংগঠনগুলো তৈরী করছে।’

তালেবানের বিজয়ে অনুপ্রাণিত হয়ে যুবকদের কথিত জিহাদে টানার চেষ্টা নস্যাৎ করার প্রস্তুতি থাকার কথা জানান নগর পুলিশের শীর্ষ কর্তারা।

মোহা. শফিকুল ইসলাম আরও বলেন,’যুবকদের মধ্যে যারা জিহাদ করতে চায় তাদের মধ্যে একটা উৎসাহ তৈরী হবে এবং এর ঢেউ কিন্তু আমাদের দেশে এবং এই উপমহাদেশের সব দেশেই লাগবে।’

মো. আসাদুজ্জামান আরও জানান,’তার মানে এই নয় যে তারা কোন কিছু করার সক্ষমতা রাখে। আমরা তাদের সক্ষমতাকে ইতিমধ্যে ধ্বংস করতে সক্ষম হয়েছি। আগেও আমরা এমন অপতৎপরতা নৎসাত করেছি। এখনও সেভাবেই কাজ করছে বাংলাদেশ পুলিশ।’

পরিস্থিতি মোকাবিলায় অংশীজনদের নিয়ে জঙ্গিবিরোধী তৎপরতা আরও জোরদার করার কথা জানিয়েছে পুলিশ।

ই-বাংলা.প্রেস/ আইএফ/ ১৮ আগস্ট, ২০২১

আফগানিস্তানতিনবাংলাদেশি
Comments (0)
Add Comment