রাজধানীর মিরপুর-১ নম্বরের একটি আবাসিক ভবনে চার ও পঞ্চম তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বুধবার (৬ এপ্রিল) বিকেল ৫টা ১২ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
লিমা খান বলেন, রাজধানীর মিরপুর-১ নম্বরের বি ব্লকের একটি আবাসিক ভবনে আগুন লাগে। আধা ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
ইবাংলা/ টিএইচকে/ ৬ এপ্রিল, ২০২২