দেশের বাজারে যেখানে নিত্যপণ্যের দাম আকাশ চুম্বি সেখানে মাত্র ২ টাকায় ইফতার বিক্রি করছেন বরগুনার তালতলীর একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। এতে নিম্ন আয়ের মানুষরা স্বাচ্ছন্দ্যে দামি ইফতারের স্বাদ নিতে পারছেন। প্রতিদিন উপজেলার শতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে এই ইফতার দেওয়া হচ্ছে।
তালতলীর বাঁধঘাট এলাকায় ‘রমজান মাসে রোজাদারের পাশে’ স্লোগান নিয়ে ব্যক্তিগতভাবে এই উদ্যোগ নেন মেসার্স হাওলাদার ট্রেডার্সের মালিক তারেকুজ্জামান তারেক। শহরের বাঁধঘাট এলাকায় অস্থায়ী দোকান বসিয়ে চলে এই ইফতার বিক্রি। ছোলা, মুড়ি, সবজি, চপ, বেগুনীসহ ৭ ধরনের ইফতার সামগ্রী পেয়ে খুশি ক্রেতারা।
প্রতিদিন শতাধিক দিনমজুর, দরিদ্র জেলে, রিকশাচালক, ভ্যানচালকসহ সুবিধাবঞ্চিতরা এখান থেকে ইফতার কেনেন। প্রতিদিন বিকেল ৫টা থেকে শুরু হয় ইফতার বিক্রি। পহেলা রমজান থেকে হয়ে পুরো মাসজুড়ে চলবে এই আয়োজন।
ইফতার কিনতে আসা কয়েকজন রিকশাচালক বলেন, আমরা গরীব মানুষ, ইচ্ছে থাকলেও বেশি দামে এসব খাবার কিনতে পারছি না। বাচ্চারা অনেক সময় উন্নতমানের ইফতারির জন্য বায়না করেন। তাই এখানে ২ টাকায় এসব ইফতার কিনে পরিবারের সকলকে নিয়ে ইফতার করতে পারছি।
এ বিষয়ে সচেতন নাগরিক কমিটির সাবেক সভাপতি আবদুর রব ফকির বলেন, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের মাত্র দুই টাকায় ইফতার সরবারহ করছে হাওলাদার এন্টারপ্রাইজ, নিঃসন্দেহে এটি একটি মহৎ উদ্যোগ। পাশাপাশি সমাজের বিত্তবানদের সুবিধাবঞ্চিত এসব মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
ইফতারের আয়োজক ও মেসার্স হাওলাদার ট্রেডার্সের স্বত্বাধিকারী তারেকুজ্জামান তারেক বলেন, আমরা অনেকেই হরেক রকমের খাবার দিয়ে ইফতার করি। কিন্তু সুবিধাবঞ্চিত ও দরিদ্রদের সেই সামর্থ্য নেই। তাই সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তা করে রমজান মাসে এই উদ্যোগ নিয়েছি।
তিনি বলেন, প্রতিদিন নিজ বাড়িতেই ইফতার তৈরি করা হয়। পরে ২ টাকার বিনিময়ে এসব ইফতার বিক্রি করা হয়। এই দুই টাকাও অসহায় ও দুস্থদের মাঝে ব্যয় করা হবে। প্রতি বছরই সুবিধাবঞ্চিত মানুষের জন্য আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
ইবাংলা/ টিএইচকে/ ৮ এপ্রিল, ২০২২