পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অনাস্থা ভোটে হেরে বিদায়ের পর অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য সোমবার (১১ এপ্রিল) দেশটির জাতীয় পরিষদের অধিবেশন বসছে। রোববার (১০ এপ্রিল) আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, পাকিস্তানের স্থানীয় সময় রোববার দুপুর ২টার মধ্যে নতুন প্রধানমন্ত্রীর মনোনয়নপত্র জমা নেওয়া হবে এবং যাচাই-বাছাই হবে বিকেল ৩টার মধ্যে। এরপর সোমবার দুপুর ২টার দিকে জাতীয় পরিষদের অধিবেশন বসবে। তারপর নতুন প্রধানমন্ত্রী নির্বাচন হবে।
এর আগে শনিবার (৯ এপ্রিল) রাতে পাকিস্তানের সংসদ অধিবেশনে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। ভোটে ৩৪২ জন সদস্যের মধ্যে ১৭৪ জন সদস্য ইমরান খানের প্রতি অনাস্থা ভোট দেন। পাকিস্তানের ইতিহাসে প্রথম কোনো প্রধানমন্ত্রীকে অনাস্থা ভোটে হেরে ক্ষমতা ছাড়তে হলো। একইসঙ্গে পাকিস্তানের নির্বাচিত একজন প্রধানমন্ত্রীও এখন পর্যন্ত মেয়াদ পূর্ণ করতে পারেনি।
এদিকে অধিবেশন শুরুর আগেই ইমরান খানের দলের সংসদ সদস্যরা ওয়াক আউট করেন। স্পিকার ও ডেপুটি স্পিকারও পদত্যাগ করেন। তাদের পদত্যাগের পরপরই অনাস্থা ভোট শুরু হয় বলে জানা গেছে।
এর আগে গত ৩ এপ্রিল ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা ভোটের প্রস্তাব নাকচ করে দেন ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। এরপরই ইমরান খানের পরামর্শে পার্লামেন্ট ভেঙে দেন প্রেসিডেন্ট আরিফ আলভি।
এরপর বিষয়টি পাকিস্তানের সর্বোচ্চ আদালতে যায়। টানা ৫ দিন শুনানির পর বৃহস্পতিবার (৭ এপ্রিল) আদালত অনাস্থা প্রস্তাব খারিজের আদেশ ও পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেন এবং শনিবার সরকারের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনের নির্দেশ দেন। সূত্র : আলজাজিরা, এনডিটিভি
ইবাংলা/ টিএইচকে/ ১০ এপ্রিল, ২০২২