যে সব অঞ্চলে হতে পারে ভারিসহ শিলা বৃষ্টি

ডেস্ক রিপোর্ট

দেশে গত ২৪ ঘণ্টায় খুলনা ও বরিশাল ছাড়া সব বিভাগেই কমবেশি বৃষ্টি হয়েছে। সিলেট ও রংপুরে বৃষ্টির প্রবণতা ছিলো বেশি।রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। কোথাও কোথাও শিলা বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে প্রায় দুই শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে।সকালে ওই ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় কেউ হতাহত হয়নি।

ভলাকুট স্থানীয় বাসিন্দারা জানায়, সোমবার সকালে কঠুই, খাগালিয়া, ভলাকুট ও বালিখোলাসহ বেশ কয়েকটি গ্রামের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। এ সময় প্রায় দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। তবে ভলাকুট ইউনিয়ন পরিষদের অস্থায়ী ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

নাসিরনগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান খান শাওন বলেন, সোমবার (১১ এপ্রিল) সকালে কালবৈশাখী ঝড়ে ভলাকুটের গ্রামগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া ঝড়ের সময় শিলাবৃষ্টির কারণে পূর্বভাগ ইউনিয়নে ফসলের ক্ষতি হয়েছে।।এ সময়ে সবচেয়ে বেশি ৫৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলে।

সোমবার (১১ এপ্রিল) সকাল থেকেই ঢাকার আকাশ মেঘলা। বেলা সাড়ে ১১টা পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টিও হয়েছে।আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, সোমবার (১১ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি (একদিনে ২৩ থেকে ৪৩ মিলিমিটার) থেকে ভারি (একদিনে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।

সোমবার (১১এপ্রিল) সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একইসঙ্গে ঝড়-বৃষ্টির এই প্রবণতা আগামী তিনদিন অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১০এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিলো রাজশাহীতে।

ইবাংলা / জেএন / ১১ এপ্রিল,২০২২

ভারি বৃষ্টি সহ শিলাবৃষ্টি
Comments (0)
Add Comment