সরকারের দুর্নীতির তদন্তে দুদকে বিএনপির চিঠি

ডেস্ক রিপোর্ট

সরকারের দুর্নীতির অভিযোগ নিয়ে দুদকে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সরকারের দুর্নীতির অভিযোগ জমা দিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) গেছেন বিএনপির প্রতিনিধি দল। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রতিনিধি দলের নেতৃত্বে দেন।

সোমবার (১১ এপ্রিল) দুপুরে এ প্রতিনিধি দল দুদকে প্রবেশ করে। বিএনপির প্রতিনিধি আসার খবরে দুদকের প্রধান কার্যালয় চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়। এসময় পুলিশের দুটি ইউনিট দুদক কার্যালয়ে অবস্থান গ্রহণ করে। এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সরকারের বিভিন্ন দুর্নীতির তথ্য-উপাত্ত অভিযোগ আকারে দুদককে দেয়ার সিদ্ধান্ত দলের।

যে সব দুর্নীতির তথ্য গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত এসব দুর্নীতির খবরের ওপর ভিত্তি করে দুর্নীতি দমন কমিশন (দুদক) কোনো অ্যাকশনে যায়, এমনটি আমাদের চোখে পড়ে না। বরং দুর্নীতির বিরুদ্ধে পেশাগত দায়িত্ব পালন করায় দুদকের একজন কর্মকর্তাকে চাকরিচ্যুত এবং হেনস্তা করার ঘটতে দেখেছি।

এ অভিযোগ এবং তথ্য-উপাত্ত কোনো লাভ হবে কিনা জানি না। তবে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা থেকে আমরা এই কাজটা করতে চাই।এসময় উপস্থিতি ছিলেন, দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ অনেকে।

ইবাংলা / জেএন / ১১ এপ্রিল,২০২২

চিঠিতদন্তদুদকেদুর্নীতিরবিএনপিসরকারের
Comments (0)
Add Comment