বিনামূল্যে বীজ ধান ও রাসায়নিক সার বিতরণ কৃষকদের মধ্যে

ডেস্ক রিপোর্ট

গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে কৃষি প্রণোদনা ২০২১-২২ খরিফ মৌসুমে কৃষকদের মধ্যে আউস ধানের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১১ এপ্রিল) সকালে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে কৃষকদের মধ্যে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান কবির মিয়া। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা।অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান।

উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহমেদ জানান, উপজেলার ৭৫০ জন কৃষকের মধ্যে ৫ কেজি করে বীজ ধান ও ৩০ কেজি করে রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

ইবাংলা / জেএন / ১১ এপ্রিল,২০২২

বীজ ধান ও রাসায়নিক সার বিতরণ
Comments (0)
Add Comment