টাঙ্গাইলের মধুপুর সরকারি কলেজের মেধাবী শিক্ষার্থী ইমরান হাসান এবারের মেডিকেলের ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছে। সে মেধা তালিকা অনুযায়ী রাজশাহী মেডিকেল কলেজে পড়াশোনার সুযোগ পাওয়ায় মধুপুর সরকারি কলেজের শিক্ষক, শিক্ষার্থী,সহপাঠী, আত্ম স্বজনের মাঝে আনন্দের বন্যা বইছে। মধুপুর সরকারি কলেজের তথ্য অনুযায়ী মধুপুর ধনবাড়ি উপজেলার মধ্যে এইচ এস সিতে অধ্যয়নকৃত শিক্ষার্থীদের মধ্যে একমাত্র ইমরান হাসান মেডিকেলে চান্স পেয়েছে।
ইমরান হাসান ধনবাড়ি উপজেলার কাঁঠালিয়াবাড়ি গ্রামের আনোয়ার হোসেন এর পুত্র। মাতা মোছাঃ রাশেদা বেগম। মা গৃহিনী। তার পিতা মধুপুর উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে চাকরি করেন। সে সুবাদে ইমরান হাসান মধুপুরের চাড়ালজানিতে বাবার কর্মস্থল এলাকায় থেকে মধুপুর সরকারি কলেজে অধ্যয়ন করে। তা বাবা মধুপুর প্রাণী সম্পদ অফিসের অফিস সহকারি। তারা দুই ভাই, এক বোন। বোন ঢাকা বিশ্ববিদ্যালয়ে,ভাই সরকারি তিতুমীর কলেজে অধ্যয়নরত।
ইমরান হাসান জানান, তার মেরিড পজিশন ১৪৬৯। সে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে। ছোট বেলা থেকে তার স্বপ্ন ছিল ডাক্তারি পড়ার। আল্লাহ তার সে আশা স্বপ্ন পূরণ করেছে বলে সে জানায়। সে পড়াশোনা শেষ করে চিকিৎসক হয়ে দরিদ্র মানুষের সেবা করবে এবং সবার সাথে মিলে মিশে থেকে মানুষের সেবায় আত্ম নিয়োগ করার মনোবাসনা ব্যক্ত করেন। সে সকলের দোয়া চান।
মধুপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ
মোন্তাজ আলী জানান, ইমরান হাসানের ক্লাশে উপস্থিতি নিয়মিত। কলেজের অভ্যন্তরীন ও পাবলিক পরীক্ষায় বরাবরই জিপিএ – ৫ পেয়েছে। নম্র ভদ্র স্বভাবের ইমরান সর্বদা পড়াশোনা মুখী ছিল। বিজ্ঞান মেলায় সে জেলায় প্রথম স্থান অধিকার করেছিল। মেধাধী এ শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ করেন। তিনি আরো জানান, তার কৃতিত্বে কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ সকলে আনন্দিত
ইবাংলা /জেএন /১২এপ্রিল ,২০২২