ডায়রিয়ার প্রাদুর্ভাবে ৬ জনের মৃত্যু

>> পার্বত্র জেলা বান্দরবানের আলীকদম উপজেলায় হঠাৎ করে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। শুক্রবার (১১ জুন) থেকে সোমবার (১৪ জুন) সকাল পর্যন্ত ৪ দিনে উপজেলার ৪ নং ইউনিয়নে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৬ জন মারা গেছে।

বিষয়টি নিশ্চিত করে পার্বত্য জেলা পরিষদ বান্দরবানের সদস্য ম্রো গবেষক সিইয়ং ম্রো জানান, ম্রো জনগোষ্ঠীর দুর্গম ইয়ংচা ও মাংলুমপাড়া দুটিতে ডায়রিয়া ছড়িয়ে পড়েছে। ডায়রিয়ায় ইতোমধ্যে ছয়জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে মেডিকেল টিম পাঠানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগ ও স্থানীয়রা জানান, আলীকদম উপজেলার করুকপাতা ইউনিয়নের পাঁচ নাম্বার ওয়ার্ডের ম্রো জনগোষ্ঠী অধ্যুষিত ইয়ংচাপাড়া এবং মাংলুমপাড়া দুটিতে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশুদ্ধ খাবার পানির সংকট এবং প্রচণ্ড গরমে দুর্গম যোগাযোগ বিচ্ছিন্ন গ্রাম দুটিতে ইতোমধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে শিশু, কিশোর বয়স্ক শতাধিক নারী পুরুষ।

বান্দরবান জেলার সিভিল সার্জন ডা. অংসুইপ্রু বলেন, আলীকদম উপজেলার থানচির সীমান্ত এলাকায় কয়েকটি পাড়ার লোকজন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। ৪ দিনে ৬ জন মারা গেছে। এরই মধ্যে সেখানে ২টি মেডিকেল টিম পৌঁছেছে। সেনাবাহিনী, বিজিবি ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে আরও মেডিকেল টিম পাঠানো হচ্ছে। << আইএইচ/ ১৪ জুন, ২০২১

Comments (0)
Add Comment