হাসপাতালের ছাদ ধ্বসে রোগী রক্তাক্ত, ভবন পরিত্যাক্ত ঘোষণা

গোলাম কিবরিয়া,বরগুনা :

বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদের পলেস্তরা ধ্বসে এক রোগী আহত হয়েছেন। এ কারনে হাসপতাল কতৃর্পক্ষ ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা করেছেন।

এমন ঘটনায় চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছেন। বুধবার রাতে হাসপাতালের ২য় তলার পুরুষ ওয়ার্ডে এমন ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের ২য় তলার পুরুষ ওয়ার্ডের ছাদের পলেস্তারা ধ্বসে পরে। এ সময় পলেস্তরার কিছু অংশ আবদুস সালাম (৬৫) নামে এক রোগীর শরীরে পরে।

এতে মাথায় জখম হয়ে আহত হন তিনি। এতে এখানে ভর্তি রোগী ও স্বজনরা আতঙ্কিত হয়ে যায়। হাসপাতাল কতৃপক্ষ আহত বৃদ্ধকে চিকিৎসার জন্য অন্য আরেক ভবনে সরিয়ে নেয়। পরে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ওই বরাবর নিচে কোনো বেড না থাকায় বড় কোনো দূর্ঘটনা ঘটেনি। তবে পলেস্তারার কিছু অংশ ধসে আবদুস ছালাম (৫৬) নামের এক রোগীর মাথায় আঘাতপ্রাপ্ত হন। ওই রোগীকে অন্য একটি চিকিৎসা দেয়া হচ্ছে।

বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ( আবাসিক) রবীন্দ্রনাথ সরকার বলেন, ওই ছাদের নিচে সরাসরি কোন বেড না থাকায় বড় ধরনের দূর্ঘটনা ঘটেনি। শ্বাসকষ্টজনিত রোগ নিয়ে ভর্তি হওয়া এক বৃদ্ধ আহত হন। আমরা তাকে নিরাপদে সড়িয়ে নিয়ে চিকিৎসা দিচ্ছি। ভবনটি অনেক পুরনো ছিলো।

এ বিষয়ে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুহৃদ সালেহিন নয়াদিগন্তকে বলেন, এ ঘটনার খবর শুনে আমি হাসপাতালটি পরিদর্শন করেছি। সার্বিক বিবেচনায় ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আপাতত ভর্তি রোগীদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

ইবাংলা/ টিএইচকে/ ১৪ এপ্রিল, ২০২২

ঘোষণাভবন পরিত্যাক্ত
Comments (0)
Add Comment