মধুপুরে এসএসসি ‘৯৭ ব্যাচের ইফতার আলোচনা সভা

হাবিবুর রহমান, মধুপুরঃ

মধুপুরে রানী ভবানী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি’৯৭ ব্যাচের ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ এপ্রিল বৃহস্পতিবার রানী ভবানী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় ব্যাচের আহবায়ক জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মধুপুর রানী ভবানী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাছেদ, অবসর প্রাপ্ত শিক্ষক বাবু অলক কুমার চৌধুরী স্বপন, সহকারি শিক্ষক আবু জাফর খাঁন লেবু,ব্যাচের সদস্য সচিব সাজেদুল ইসলাম মোখলেছ,সদস্য টিটু খন্দকার, সুজন দেবনাথ প্রমুখ। এসময় ব্যাচের অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে মোনাজাত করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুর রাজ্জাক।

বিদ্যালয়ের শিক্ষক , স্টাফ, সাংবাদিকসহ ‘৯৭ ব্যাচের শতাধিক সদস্য ইফতারে অংশ নেন।

এর আগে তাদের ব্যাচের বন্ধু বিকাল থেকে আসতে শুরু করে। কোলাকুলি করে তাদের দীর্ঘ দিনের বন্ধুদের সাথে নিজেকে মিলে ধরে। তাদের কে কুশল বিনিময় করতে দেখা যায়।

ব্যাচের সদস্য সচিব সাজেদুল ইসলাম মোখলেছ জানান,তারা এবছর জাঁকজমকপূর্ণ ভাবে পরিবার নিয়ে মিলন মেলার আয়োজন করেছিল। রমজানে ইফতার মাহফিলের মধ্যে দিয়ে তাদের ব্যাচের বন্ধুদের দেখা সাক্ষাৎ করে আনন্দ ভাগাভাগি করে নেয়। তার মতে এসব কর্মকান্ডের মধ্যে দিয়ে বন্ধুদের সাথে যোগাযোগের নতুন মাত্রা তৈরি হচ্ছে। এ ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ব্যাচের আহবায়ক জাহাঙ্গীর আলম জানান, তাদের ব্যাচের মিলন মেলা আর ইফতারের মধ্যেই তাদের কর্মকাণ্ড গুটিয়ে রাখবে না প্রিয় বিদ্যাপিঠির নবীন প্রবীণের মিলন মেলা আয়োজন করার কথা ব্যক্ত করেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

ইবাংলা/ জেএন / ১৫ এপ্রিল, ২০২২

আলোচনাইফতারসভা
Comments (0)
Add Comment