ইফতার পার্টিতে অংশগ্রহণ করায় যুবককে হাতুড়িপেটা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী ৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরীর ইফতারের দাওয়াতে যাওয়ায় ইমাম হোসেন নামে একজনকে হাতুড়িপেটা করা হয়েছে। এ ছাড়া ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগও করা হয়েছে। বেশ কয়েকদিন ধরেই দফায় দফায় কবিরহাট উপজেলার বটইয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটছে।

বুধবার (২০ এপ্রিল) সকালে নোয়াখালী প্রেসক্লাবের সহিদ উদ্দিন এস্কান্দার কচি মিলনায়তনে একাধিক ভুক্তভোগী সংবাদ সম্মেলন ডেকে এসব কথা বলেন।

এ সময় বটইয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওটি সহকারী ইমাম হোসেন অভিযোগ করেন, গত শুক্রবার এমপি একরামুল করিম চৌধুরীর কবিরহাটস্থ গ্রামের বাড়িতে ইফতারের দাওয়াতে যান তিনি। তারপর থেকে তাকে নানাভাবে হুমকি দিচ্ছে কয়েকজন।

এক পর্যায়ে গত ১৭ এপ্রিল রাতে বাটইয়া ইউনিয়নের চেয়ারম্যান জসীম উদ্দিন শাহীনের সন্ত্রাসীরা তাকে বাড়ি যাওয়ার পথে আটক করে হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে। হাতুড়ির আঘাতে তার মাফাপেটে যায়। এখনও তাকে হুমকি দিচ্ছে।

এ সময় মনোয়ারা বেগম নামে আরেক ভুক্তভোগি জানান, তার ছেলে এমপির ইফতারে যাওয়ায় তার বসতঘর লাগোয়া দোকানে আগুন চেয়ারম্যান শাহীনের লোকজন। ভুক্তভোগীরা এ ঘটনায় কবিরহাট থানায় লিখিত অভিযোগও দিয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

এ বিষয়ে বাটইয়া ইউনিয়নের চেয়ারম্যান জসীম উদ্দিন শাহীন অভিযোগ অস্বীকার করে বলেন, মন্ত্রী মহোদয়কে নিয়ে কটুক্তি করার প্রেক্ষিতে সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে এ ঘটনা ঘটাতে পারে।

ইবাংলা/ টিএইচকে/ ২০ এপ্রিল, ২০২২

হামলা-অগ্নিসংযোগ
Comments (0)
Add Comment