নোয়াখালীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিমের বিরুদ্ধে সনদের বিনিময়ে ১ লাখ টাকা দাবি করার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী অনন্যা বিনতে রহমান বাংলাদেশ সচিবালয়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় সেবা বিভাগে অভিযোগ জমা দেন।
বুধবার (২০ এপ্রিল) দুপুরে ফেনী জেলার সিভিল সার্জন ডা. রফিক-উস্-ছালেহীনের নেতৃত্বে ৩ সদস্যের কমিটি অভিযোগের বিষয়ে সরেজমিনে তদন্ত করতে হাসপাতালে আসেন।
এসময় তদন্ত কমিটি অভিযোগকারী অনন্যা বিনতে রহমান ও আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ছৈয়দ মহি উদ্দিন আবদুল আজিমকে জিজ্ঞাসাবাদ করেন।
যদিও গণমাধ্যমকে তদন্তের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তদন্ত কমিটির প্রধান ফেনী জেলার সিভিল সার্জন ডা. রফিক-উস্-ছালেহীন।
অভিযোগকারী অনন্যা বিনতে রহমান বলেন, আমি আদালতের নির্দেশে হাসপাতালে ভর্তি হই। আমার আল্ট্রাসাউন্ডসহ বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করাই। কিন্তু সনদ নিতে গেলে আবাসিক মেডিকেল অফিসার আমার কাছে ১লাখ টাকা দাবি করে। নইলে আমার বালাম খালি রাখবে বলে জানায়। তাই আমি বাধ্য হয়ে অভিযোগ জমা দিয়েছি।
এবিষয়ে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিমের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
ইবাংলা/ টিএইচকে/ ২১ এপ্রিল, ২০২২