জাতীয় পুষ্টি সপ্তাহের কার্যক্রম শুরু

ডেস্ক রিপোর্ট

জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২২ শুরু হচ্ছে শনিবার। এ বছরের জাতীয় স্টিয়ারিং কমিটি পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করছেন ‘হেলদি লাইফ উইথ প্রোপার নিউট্রেশন অর্থাৎ সঠিক পুষ্টিতে সুস্থ্য জীবন।’

২৩ এপ্রিল শনিবার শুরু হতে যাওয়া পুষ্টি সপ্তাহ ২৯ এপ্রিল শেষ হবে। সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার মহাখালীর জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের কনফারেন্স রুমে এক অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়।

অবহিতকরণ সভায় জানানো হয়, অগামী ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল ২০২২ জাতীয় পুষ্টি সপ্তাহ সফলভাবে বাস্তবায়ন, পুষ্টি সপ্তাহের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষের কাছে তুলে ধরা হবে। এ জন্য ২৩ এপ্রিল শনিবার নগরীর বিভিন্ন পয়েন্ট আলোকসজ্জা, সচেতনতামূলক ব্যানার, ফেস্টুন টাঙ্গানো ও গণমাধ্যমে প্রচার-প্রচারণা চালানো হবে।

পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে ২৪ এপ্রিল রোববার মহাখালীর জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) অডিটরিয়ামে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রম উদ্বোধন করবেন। ২৫ এপ্রিল সোমবার ঢাকা উত্তর সিটি করপোরেশন মিলনায়তনে আরবান নিউট্রেশন বিষয়ক সেমিনার অনুষ্টিত হবে। ২৬ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এ ব্লকে ‘নিউট্রেশন : অপোরচুনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। ২৭ এপ্রিল গুলশানের হোটেল লেকশোরে ‘নিউট্রেশন গর্ভনেন্স’ শীর্ষক আলোচনা সভা হবে। এছাড়া জেলা-উপজেলায় পর্যায়ে পুষ্টি বিষয়ক কর্মশালা, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। পুষ্টি সপ্তাহের কার্যক্রম সবগুলো বিভাগ ও কমিউনিটি ক্লিনিকে চলমান থাকবে।

দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। জনসাধারণের উপার্জন বেড়েছে। অবাধ তথ্য প্রবাহের কারণে জনসাধারণের মাঝে সচেতনতাও বৃদ্ধি পেয়েছে। এখন প্রয়োজন, পুষ্টি পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে খাদ্যাভাস গড়ে তোলা। এর মাধ্যমে সুস্থ সুন্দর জীবন যাপন করা সম্ভব হবে।
পুষ্টি সপ্তাহের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে, স্বাস্থ্য ও পুষ্টির গুরুত্ব তুলে ধরে পর্যায়ক্রমে কিশোর-কিশোরী ও প্রবীণ নাগরিকদের অংশগ্রহণে, ধর্মীয় প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিকে সেমিনারের আয়োজন করা।

অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানে পরিচালক অধ্যাপক ডা. নাসির উদ্দিন মাহম–দ, বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ কার্যালয়ের পরিচালক ডা. জাবাইদা নাসরীন, জাতীয় পুষ্টি সেবার লাইন ডিরেক্টর ডা. এসএম মোস্তাফিজুর রহমান ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. গাজি আহমেদ হাসান তুহিন প্রমুখ।

ইবাংলা / জেএন /২৩ এপ্রিল ,২০২২

কার্যক্রমজাতীয়পুষ্টিশুরুসপ্তাহের
Comments (0)
Add Comment