৩০ এপ্রিল হতে ছুটি ঘোষণা ইবি

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পবিত্র রমজান, মে দিবস, জুমাতুল বিদা, শব-ই-ক্বদর, ইদ-উল-ফিতর উপলক্ষে আগামী ৩০ এপ্রিল শনিবার হতে ১০ মে মঙ্গলবার পর্যন্ত বিশ^বিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে।

ভিসির উপর অর্পিত ক্ষমতাবলে ১১ মে বুধবার তিনি একদিন ছুটি ঘোষণা করেছেন। ১২ ও ১৩ মে বিশ^বিদ্যালয় নিজস্ব ছুটি থাকায় ১৪ মে শনিবার হতে অফিসসমূহ যথারীতি চলবে।

রবিবার (২৪ এপ্রিল) তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিস্ট্রার সাহেদ হাসানের সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান বলেন, ২১ এপ্রিল হতে আগামী ১১ মে পর্যন্ত বিশ^বিদ্যালয়ের ক্লাসসমূহ বন্ধ থাকবে তবে ২৭ এপ্রিল পর্যন্ত পরীক্ষাসমূহ চলবে এবং ২৮ এপ্রিল হতে ১১ মে পর্যন্ত হলসমূহ বন্ধ থাকবে।

এজন্য আগামী ২৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১০ টার মধ্যে ছাত্র-ছাত্রীদের হল ত্যাগের জন্য বলা হয়েছে। ১২ মে বৃহস্পতিবার সকাল ১০ টায় হলসমূহ খুলে দেয়া হবে।

ইবাংলা/ টিএইচকে/ ২৫ এপ্রিল, ২০২২

৩০ এপ্রিল ছুটিইবিঘোষণা
Comments (0)
Add Comment