ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিয়েভে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও ব্লিনকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সাথে সাক্ষাত করেছেন। রোববার(২৪ এপ্রিল) তার দপ্তর এ কথা জানিয়েছে।২৪ ফেব্রুয়ারি রাশিয়ার ইউক্রেন আগ্রাসন শুরুর পর থেকে জেলেনস্কি ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে এটি ছিল প্রথম সাক্ষাত।
জেলেনস্কি রোববার (২৪ এপ্রিল) টুইটার বার্তায় বলেন, ‘আজ ইউক্রেনের জনগণ ঐক্যবদ্ধ ও শক্তিশালী। ইউক্রেন-যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব ও অংশীদারিত্ব এ যাবতকালের মধ্যে সবচেয়ে বেশি মজবুত অবস্থায় রয়েছে।
রোববার (২৪ এপ্রিল) সকালে এক সাক্ষাতকার দেয়ার সময় প্রেসিডেন্টের সহকারি ওলেকসি আরেসতোভিচ এ বৈঠকের কথা নিশ্চিত করেন। বৈঠকটি তখনও চলমান ছিল।
তিনি আরো বলেন, ‘প্রেসিডেন্টের সাথে কথা বলার সময় তারা যতটা সম্ভব সহায়তা দেয়ার কথা বলেন।’শনিবার (২৩ এপ্রিল) জেলেনস্কি বলেন, তিনি এ পর্যন্ত ইউক্রেনকে ওয়াশিংটনের দেয়া সহায়তার জন্য অত্যন্ত কৃতজ্ঞ।
ইবাংলা/এসআর /২৫ এপ্রিল, ২০২২