কাবুল বিমানবন্দরের বাইরে ভয়াবহ বিস্ফোরণ, শিশুসহ ১৩ জন নিহত

ই বাংলা আন্তর্জাতিক ডেস্ক :

আফগানিস্তানে কাবুল বিমানবন্দরের বাইরে ভয়াবহ এক বিস্ফোরণে শিশুসহ অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বৃহস্পতিবার (২৬ আগস্ট) এক টুইট বার্তায় বলেছেন, কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রয়টার্সকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, আত্মঘাতি বোমা হামলাকারী এই বিস্ফোরণ ঘটিয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের বিষয়টি এরই মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি টুইটবার্তায় নিশ্চিত করে বিবিসি ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই গোলাগুলির শব্দ পাওয়া যায়।

এর আগে পশ্চিমা বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা জানিয়েছিল, আফগানিস্তান থেকে নাগরিকদের উদ্ধার তৎপরতার শেষপর্যায়ে কাবুল বিমানবন্দরে সন্ত্রাসী হামলা হওয়ার শঙ্কা বেশি। বৃহস্পতিবারের এই বোমা বিস্ফোরণের ঘটনায় পশ্চিমা গোয়েন্দা সংস্থাদের আশঙ্কা সত্য হয়েছে।

যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিভিন্ন দেশের সতর্কবার্তায় আফগানদের কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর অবিলম্বে ছাড়তে বলা হয়।

দেশ ছাড়তে উদগ্রীব আফগানরা বিমানবন্দরের বাইরে ভিসা প্রক্রিয়ার জন্য যেখানে অপেক্ষা করছিলেন, সেখানে বিস্ফোরণটি হয় বলে কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়।

ই বাংলা.প্রেস/ আই/ ২৬ আগস্ট, ২০২১

কাবুলবিমানবন্দরেবিস্ফোরণ
Comments (0)
Add Comment