জোড়া বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল ‘লাশের স্তূপ’

ই বাংলা আন্তর্জাতিক ডেস্ক :

আফগানিস্তানের রাজধানী কাবুলে জোড়া বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলে ‘লাশের স্তূপ’ দেখেছেন বিবিসির সাংবাদিক সেকান্দার কেরমানি। বৃহস্পতিবার (২৬ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে লাশের স্তূপের ভিডিও দেখা যায়।

কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণে ঘটনায় ১৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স। তবে ওই বিস্ফোরণে হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন বিবিসির সাংবাদিক কেরমানি।

অন্যদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার আলী এম লতিফি কাবুল থেকে জানান, বিস্ফোরণে হতাহতদের নিয়ে হাসপাতালের দিকে ছুটছে কয়েক ডজন গাড়ি ও অ্যাম্বুলেন্স। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় অন্তত ৬০ জন আহত হয়েছেন।

নিহত হয়েছেন ছয় জন। তবে গার্ডিয়ান, রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে ওই বিস্ফোরণে ১৩ জন নিহতের কথা প্রকাশ করেছে। তবে কারা এই হামলা চালিয়েছে এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে।

কাবুল বিমানবন্দরের অ্যাবি গেটে এই হামলার ঘটনা ঘটে বলে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি টুইটারে জানিয়েছেন। ওই গেটসহ কাবুল বিমানবন্দরের তিনটি গেটে হামলা চালানো হতে পারে বলে এর আগে খবর পাওয়া গিয়েছিল।

বিবিসি সংবাদদাতা জনাথান বিইল জানান, প্রথম হামলার পর দ্বিতীয় আরেকটি বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা গেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে এই বিস্ফোরণ সম্পর্কে জানানো হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট যখন আফগানিস্তান পরিস্থিতি নিয়ে তার নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছিলেন তখন তাকে কাবুল বিমানবন্দরের এই হামলা সম্পর্কে খবর দেওয়া হয় বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা গেছে।

প্রসঙ্গত, কাবুলের বিস্ফোরণের ঘটনার কয়েক ঘণ্টা আগেই পশ্চিমা বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা আফগানিস্তানে হামলার আশঙ্কা প্রকাশ করে।

ই বাংলা.প্রেস/ আই/ ২৬ আগস্ট, ২০২১

‘লাশেরজোড়াস্তূপ’
Comments (0)
Add Comment