ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চার সেক্টরে পুলিশ ও এপিবিএন মোতায়েন

ডেস্ক রিপোর্ট

ঈদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঘরমুখো যাত্রীদের যাতে যানজটের ভোগান্তিতে পড়তে না হয় সে জন্য ৭১০ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে। এছাড়াও ১০০ জন এপিবিএন সদস্যও থাকবে মহাসড়কে। সড়কের টাঙ্গাইল অংশের ধেরুয়া থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত চারটি সেক্টরে ভাগ করা হয়েছে।

ধেরুয়া থেকে ঘারিন্দা পর্যন্ত এক নম্বর সেক্টর, ঘারিন্দা থেকে এলেঙ্গা পর্যন্ত দুই নম্বর সেক্টর, এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত তিন নম্বর সেক্টর এবং এলেঙ্গা থেকে কালিহাতী লিংক রোড ও ভূঞাপুর লিংক রোড পর্যন্ত চার নম্বর সেক্টরে ভাগ করা হয়েছে।

সড়কে দায়িত্ব পালন করা সদস্যরা চারটি সেক্টরে ভাগ হয়ে দায়িত্ব পালন করবেন। কোথাও যানজটে সৃষ্টি হলে তা দ্রুত নিরসনের জন্য কাজ করে যাবেন। এছাড়াও দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো যাতে তাৎক্ষণিক সড়ক থেকে সরিয়ে নেয়া যায় সেদিকেও খেয়াল রাখবেন তারা।

এ বিষয়ে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, ঈদকে কেন্দ্র করে প্রতিবছর যানজট নিয়ন্ত্রণ ও যানজটে আটকে থাকা মানুষের ভোগান্তি লাঘবেও কাজ করে থাকে পুলিশ। মহাসড়কের যানজট নিয়ন্ত্রণে ৬১০ জন পুলিশ সদস্য ও ১০০ জন এপিবিএন সদস্য দায়িত্ব পালন করবে। উত্তরবঙ্গমুখী যানবাহনের জন্য সড়কের সহযোগিতায় এলেঙ্গা থেকে দক্ষিণ দিক দিয়ে বিকল্প রাস্তাটি সংস্কার করা হয়েছে। যানজট যাতে না হয় এজন্য সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

ইবাংলা / জেএন / ২৭ এপ্রিল, ২০২২

এপিবিএনচার সেক্টরেঢাকা-টাঙ্গাইলপুলিশমহাসড়কে
Comments (0)
Add Comment