বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করছে সরকার :কৃষিমন্ত্রী

হাবিবুর রহমান,মধুপুর

কৃষিমন্ত্রী ড.মো: আব্দুর রাজ্জাক এমপি বলেছেন , এখন আর মানুষ না খেয়েথাকে না । উত্তর বঙ্গে আগে মঙ্গা হতো । এখন আর মঙ্গা নেই । মানুষ একদিন কাজকরলে পাঁচশ ছয়শ টাকা রোজগার করতে পারে । রোজগার আয় বেড়েছে । আগেরচেয়ে এখন মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। শেখ হাসিনার সরকার সারের দাম কমিয়েদিয়েছে । বিএনপি জোট সরকারের আমলে সারের দাম ছিল অনেক বেশি । টাকাদিয়েও কৃষকরা পায়নি । বর্তমান সরকারের সময়ে কম দামে সার পেয়ে কৃষকরাফসল ফলাচ্ছে ।

দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। খাদ্যের হাহাকার নেই। কৃষিমন্ত্রীবলেন , দেশে কয়েকটি জাগায় আনারস চাষ হয় তার মধ্যে টাঙ্গাইলের মধুপুরঅন্যতম। মধুপুরে ঐতিহ্য হিসেবে একটি আনারস চত্বর নির্মাণ করে দিয়েছি। মধুপুরে অর্থনীতির চালিকা শক্তি হচ্ছে আনারস ,কলা ও কৃষি ফসল ।

তিনি বলেন,মধুপুরে কোন রা¯তাঘাট কাঁচা থাকবেনা । এই সরকারের আমলে শত ভাগ বিদ্যুৎদেয়া হয়েছে । ঈদে যাতে কোন মানুষের খাদ্যের অভাব না থাকে সে জন্য দুস্থ্যদরিদ্রদের মাঝে চাল বিতরণ করা হচ্ছে । বয়স্ক ভাতা ,বিধবা ভাতা, ভিজিএফসহনানা ক্ষেত্রে সুবিধা দিয়ে যাচ্ছে । দুঃখি মানুষের মুখে হাসি ফোটানো ছিলবঙ্গবন্ধুর স্বপ্ন । বর্তমান সরকার বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে কাজ করেযাচ্ছে ।

গতকাল বুধবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর পৌরসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনারউপহার ঈদ উপলক্ষে দুস্থ্য ও হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ অনুষ্ঠানেপ্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এ সময় মধুপুর পৌরসভার মেয়র আলহাজ সিদ্দিক হোসেন খান এর সভাপতিত্বেবক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ছরোয়ার আলম খান আবু উপজেলা নিবাহী অফিসার শামীমা ইয়াসমীন , উপজেলা আওয়ামীলীগেরসভাপতি খন্দকার শফিউদ্দিন মনি , সহ সভাপতি ইয়াকুব আলী , সদস্য অধ্যক্ষনাসির উদ্দিন খান,ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির , উপজেলা ছাত্রলীগেরসাধারণ সম্পাদক ইসতিয়াক আহমদে সজীব ।

এ সময় পৌরসভার কাউন্সিলর ,আওয়ামীলীগ ,ছাত্রলীগ ,যুবলীগ, উপকারভোগী ,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিরা উপ¯িথত ছিলেন । পরে কৃষিমন্ত্রী ধনবাড়ির পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ।

ইবাংলা / জেসমিন / ২৭ এপ্রিল, ২০২২

কাজ করছেকৃষিমন্ত্রীগড়তেবঙ্গবন্ধুরবাংলাসরকারসোনারস্বপ্নের
Comments (0)
Add Comment