বাংলাদেশকে ফাইজারের আরও ৩০ লাখ টিকা দিল যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশকে ফাইজারের আরও ৩০ লাখ কোভিড-১৯ এর টিকা অনুদান হিসেবে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এনিয়ে বাংলাদেশকে মোট ৬৪ মিলিয়ন (৬ কোটি ৪০ লাখ ) ডোজ টিকা দিল যুক্তরাষ্ট্র।

শুক্রবার (২৯ এপ্রিল) ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস এ কথা জানায়।

টিকার এই চালানে ফাইজারের একটি নতুন ‘রেডি-টু-গো ফর্মুলেশন ‘ দেওয়াও রয়েছে। সে কারণে এই টিকা সরবরাহের আগে মিশ্রণের কোনো প্রয়োজন হয় না। এছাড়া এই নতুন টিকা ন্যূনতম কোল্ড-চেইনের মাধ্যমে দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করা যায়।

এমনকি শীতল-সরবরাহ-ব্যবস্থা ন্যূনতম হলেও নতুন এই টিকাটি দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করা যেতে পারে। তাছাড়া নতুন শুরু হওয়া বুস্টার কার্যক্রমে সহায়তা দিতে নতুন এই টিকাগুলো একেবারে সঠিক সময়ে এসে পৌঁছেছে বলে জানায় দূতাবাস।

উল্লেখ্য, ২০২২ সালের মধ্যে সারা বিশ্বে বিনামূল্যে ফাইজারের তৈরি ১ বিলিয়ন ডোজ টিকা দেবে যুক্তরাষ্ট্র। বিশ্বব্যাপী কোভিড-১৯ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের অংশ হিসেবে ফাইজার টিকার অনুদান দেওয়া অব্যাহত রয়েছে।

ইবাংলা/ জেএন / ২৯ এপ্রিল, ২০২২

আরও ৩০ লাখটিকা দিলফাইজারেরবাংলাদেশকেযুক্তরাষ্ট্র
Comments (0)
Add Comment