দিনাজপুরে বজ্রপাতে দুজনের মৃত্যু

ইবাংলা ডেস্ক

দিনাজপুরের খানসামায় বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভেড়ভেড়ি ইউনিয়নের হোসেনপুর ও আঙ্গারপাড়া ইউনিয়নে সুবর্ণখুলী গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- ২ নম্বর ভেড়ভেড়ি ইউনিয়নের হোসেনপুর গ্রামের ওসমান গনির ছেলে শাহ আলম (৫০) ও ৩ নম্বর আঙ্গারপাড়া ইউনয়নের সুবর্ণখুলী গ্রামের ফজলুর রহমানের স্ত্রী মাজেদা বেগম (৪০)।

স্থানীয় সূত্র জানায়, সকালে বাড়ির আঙিনায় কাজ করছিলেন শাহ আলম। হঠাৎ বজ্রপাতে স্ত্রীসহ তিনি ঝলসে যান। স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহ আলমকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন।

একই সময়ে বাড়ির পাশের ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে আহত হন মাজেদা বেগম। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাজেদা বেগমকে মৃত ঘোষণা করেন। এ সময় দুটি গরু ও একটি ছাগলও মারা গেছে।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে বলে আমি শুনেছি।

ইবাংলা/ জেএন /৩০ এপ্রিল, ২০২২

দিনাজপুরেদু'জনেরবজ্রপাতেমৃত্যু
Comments (0)
Add Comment