বিমানবন্দরে ৩২ কোটি টাকার স্বর্ণ আটক

আমিনুল ইসলাম

একের পরে এক বিমানবন্দরে ধরা পরছে স্বর্ণ ও দামি মোবাইল সেট।এপ্রিল মাসেই জব্দ করা হয় প্রায় চল্লিশ কেজির বেশি স্বর্ণবার।জানা গেছে জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ৩২ কোটি টাকা।অদ্য (৩০এপ্রিল) দুপুর ১২.৩০মিঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এযারলাইন্স হতে একটি পলিথিনে পরিত্যক্ত অবস্থায় ৭০পিস স্বর্ণের বার পাওয়া যায়।

কাস্টমস প্রিভেন্টিভ টিম স্বর্ণবারগুলো উদ্ধার করে। ফ্লাইট নং- বিএস ৩৪৬। উদ্ধার কৃত স্বর্ণের পরিমাণ-৮ কেজি ১শ ২০ গ্রাম।এর আগে গত (২৮ এপ্রিল) শাহজালালে ৭ কোটি টাকার দামি মোবাইলসেট এবং স্বর্ণালংকার আটক করে প্রিভেন্টিভ ইউনিট। সেই সাথে দেড় কেজি স্বর্ণালংকারসহ এক যাত্রীকে আটক করে।

দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৪ বিমানযোগে রাত ৯টা ২০ মিনিটে এক যাত্রী শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীকে সনাক্ত করা হয়। যাত্রীর কাছে থাকা ৬টি লাগেজে ২৭৩টি আইফোন, সামস্যাং নোট ২০,গুগল পিক্সেলসহ প্রায় সাড়ে ৩ শতাধিক মোবাইল পাওয়া যায়। এছাড়া যাত্রীর কাছ থেকে প্রায় ১ কেজি ৬শ গ্রাম স্বর্ণালংকার এবং সোনারবার পাওয়া যায়।

অত্যাধুনিক মোবাইল ফোন এবং স্বর্ণালংকার ও সোনারবারের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ কোটি টাকা। যাত্রীর বিরুদ্ধে কাস্টম আইন এবং ফৌজদারি আইনে দুটি মামলা দায়ের করা হয়েছে।

 গত(১১ এপ্রিল) সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৮টি স্বর্ণের বার ও কিছু স্বর্ণালঙ্কার জব্দ করে ঢাকা কাস্টম হাউজ।জানা গেছে জব্দ কৃত স্বর্নের পরিমাণ ৬ কেজি ৮শ গ্রাম।এরপর মার্কিন পাসপোর্টধারী প্রবাসী  নারী শাহনাজ চৌধুরীর কাছ থেকে ৫৯ টি সোনারবার জব্দ করে। চলতি মাসে প্রায় ৪০কেজির অধিক স্বর্ণেরবার জব্দ করে।যার বাজার মূল্য প্রায় ৩২ কোটি।

কাস্টমস হাউজ ঢাকা’র প্রিভেন্টিভ ইউনিটের ডিসি সানোয়ারুল কবীর ইবাংলাকে বলেন, বিমানবন্দরে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। চোরাচালানিরা যতই শক্তিশালী ও কৌশলী হোক না কেন কোনভাবেই অবৈধ উপায়ে কোন পণ্য দেশে প্রবেশ করতে দেয়া হবে না।

ইবাংলা / এসআর / ৩০এপ্রিল,২০২২

বিমানবন্দরে ৩২ কোটি টাকার স্বর্ন আটক
Comments (0)
Add Comment