ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ফুটবলার কিশোরীকে ধর্ষণচেষ্টার মামলায় ২ দিনের রিমান্ড শেষে সেই সাবেক ছাত্রলীগ নেতা ওয়াহিদুল আলম ফকির ফয়সালকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার (৩০ এপ্রিল) বিকেলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পরিদর্শক প্রসুন কান্তি দাস এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা ৩টার দিকে রিমান্ড শেষে ফয়সালকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক মাহবুবা আক্তার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জানা গেছে, গত ২২ এপ্রিল বেলা ১১টার দিকে পৌর শহরের নান্দাইল সরকারী শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের পেছনে ওই ফুটবলার কিশোরীকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ ওঠে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুল আলম ফয়সাল ফকিরের বিরুদ্ধে। এ ঘটনায় ২৩ ফেব্রুয়ারি কিশোরী নিজে বাদী হয়ে ওয়াহিদুল আলম ফয়সাল ফকির ও তার দুই সহযোগীকে অভিযুক্ত করে ধর্ষণের অভিযোগ করেন। তবে ভুক্তভোগী কিশোরী ফুটবলারের অভিযোগ গত ২৫ এপ্রিল ধর্ষণচেষ্টার মামলা রুজু করে পুলিশ।
এদিকে গত ২৮ এপ্রিল আসামি ফয়সালের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। একইদিন ধর্ষণ নাকি ধর্ষণচেষ্টা নিশ্চিত হতে ভুক্তভোগী কিশোরীর ফরেনসিক পরীক্ষা করা হয়। একইসঙ্গে তার জবানবন্দি নেন আদালত।এ বিষয়ে আদালতের পরিদর্শক প্রসুন কান্তি দাস বলেন, দুদিনের রিমান্ড শেষে ডিবি পুলিশ গ্রেপ্তারকৃত ফয়সালকে আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ইবাংলা/ জেএন /৩০ এপ্রিল, ২০২২