চট্টগ্রামের রাঙ্গুনিয়ার তৈলাভাঙ্গা নামক বিলে কাদায় আটকে থাকা একটি বন্যহাতিকে প্রায় ১৪ ঘণ্টা পর উদ্ধার করেছে বন বিভাগ।
শনিবার (৩০ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে হাতিটিকে উদ্ধার করা হয়। এর আগে একই দিন সকালে খবর পেয়ে হাতিটি উদ্ধারে তৎপরতা শুরু করে বন বিভাগের লোকজন।
জানা গেছে, আজ শনিবার ভোর ৫টার দিকে প্রায় ৭ ফুট নরম কাদামাটিতে মধ্যবয়সী হাতিটি আটকে যায়। এ সময় হাতিটি চিৎকার শুরু করলে স্থানীয়রা বনবিভাগকে জানান।
বন বিভাগের বিট কর্মকর্তা নবীন কুমার ধর বলেন, আজ শনিবার ভোড়ে বিলে কাদায় বন্যহাতি আটকে যাওয়ার খবরে বন বিভাগের কর্মী ও চিকিৎসকেরা ঘটনাস্থলে যান। বন্য হাতিটির জন্য পর্যাপ্ত স্যালাইন ও ওষুধ নিয়ে যাওয়া হয়। পরে দুপুর আড়াইটার দিকে হাতিটি উদ্ধার করে বনে পাঠিয়ে দেওয়া হয়।
ইবাংলা/ জেএন /৩০ এপ্রিল, ২০২২