নিরাপদ ও আরামদায়ক হয়েছে এবারের ঈদযাত্রা

ডেস্ক রিপোর্ট

বিগত কয়েক বছরের মধ্যে এবারের ঈদযাত্রা যাত্রীদের কাছে সবচেয়ে আরামদায়ক ও নিরাপদ হয়েছে বলে দাবি করেছেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।সোমবার (২ মে) রেল মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শরিফুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের ঈদযাত্রায় ট্রেনে উঠতে যাত্রীদের হুড়োহুড়ি ছিল না। শোভন চেয়ারের যাত্রীরাও কোনো ভোগান্তিতে পড়েনি। মাঝখানে কেউ দাঁড়ানো ছিল না। ছাদের যাত্রী নিয়ন্ত্রণ করা হয়েছে। এছাড়া ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটেনি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এবার এনআইডি ছাড়া কেউ টিকেট কাটতে পারেনি। প্রতিটি ট্রেনে নারী ও প্রতিবন্ধীদের জন্য আলাদা কোচ ছিল। রেলওয়ের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল। প্রধানমন্ত্রীর কার্যালয়সহ বিভিন্ন কার্যালয়ের নিয়মিত তদারকি ছিল।ঈদের ফিরতি যাত্রাও একই সেবা দেওয়া সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

ইবাংলা/ এসআর / ০২ মে, ২০২২

নিরাপদ ও আরামদায়ক হয়েছে এবারের ঈদযাত্রা
Comments (0)
Add Comment