সীমান্তে বিজিবি-বিএসএফ’র ঈদের শুভেচ্ছা বিনিময়

জয়পুরহাট প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জেলার পাঁচবিবি উপজেলার চেচড়া সীমান্তে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর সদস্যরা। এসময় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে বাহিনীর মিষ্টি উপহার দেয়া হয়।

মঙ্গলবার (০৩ মে) ঈদের দিন দুপুরে জেলার পাঁচবিবি সীমান্তের ২৮১ নং মেইন পিলারের শূন্যরেখায় ২০বিজিবির হাটখোলা ক্যাম্প কমান্ডার সুবেদার মোজ্জামেল হক ভারতীয় বিএসএফ সদস্যদের মিষ্টি উপহার দেন।

ভারতীয় বিএসএফ-এর গয়েশপুর ও চকগোপাল ক্যাম্প থাকায় উভয় ক্যাম্পের কমান্ডার যথাক্রমে- এন পি প্রধান ও সারাবজিৎ সিংকে মিষ্টি উপহার দিয়ে ঈদের শুভেচ্ছা জানানো হয়।

হাটখোলা বিজিবির ক্যাম্প কমান্ডার মোজ্জামেল হক জানান, সীমান্তে দু’দেশের দুই বাহিনীর মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে পরস্পর মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়।

ইবাংলা/টিএইচকে/৩ মে, ২০২২

ঈদেরবিনিময়শুভেচ্ছা
Comments (0)
Add Comment