খাদ্যপণ্যের দাম কমেছে বিশ্ববাজারে

আন্তর্জাতিক ডেস্ক

চলতি বছরের এপ্রিলে বিশ্বজুড়ে খাদ্যপণ্যের দাম কিছুটা কমেছে।শুক্রবার (৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। খবর রয়টার্সের।

এফএও এক বিবৃতিতে জানায়, তাদের খাদ্যতালিকার সূচক অনুযায়ী গত ফেব্রুয়ারি ও মার্চে পণ্যের দাম রেকর্ড বাড়ার পর এপ্রিলে সেটা আগের মাসের চেয়ে ০.৮ শতাংশ কমে গেছে। বিভিন্ন খাদ্যপণ্যের আন্তর্জাতিক দাম নিয়ে মাসিক এই সূচক প্রকাশ করা হয়।

এফএওয়ের প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো কুলেন বলেন, বর্তমান সূচক কিছুটা স্বস্তিদায়ক হবে। বিশেষ করে যেসব দেশের আয় কম ও খাদ্য ঘাটতি রয়েছে। তবে এখনো খাদ্যর দাম অনেক বেশি, যা বৈশ্বিক খাদ্য নিরাপত্তার জন্য হুমকি।

এএফএওর সূচকে দাম কমার জন্য কিছুটা ভূমিকা রেখেছে উদ্ভিজ্জ ভোজ্যতেল। গত মাসে এই তেলের দাম ৫ দশমিক ৭ শতাংশ কমেছে।দুই সপ্তাহ আগে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে তেলের সরবরাহে বিঘ্ন ঘটায় পাম তেল রপ্তানি বন্ধের ঘোষণা দেয় ইন্দোনেশিয়া। ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক উষ্ণায়নের পরিপ্রেক্ষিতে এই দাম আরও বাড়তে পারে।

সূত্র : রয়টার্স

ইবাংলা/ এসআর / ০৬ মে, ২০২২

খাদ্যপণ্যের দাম কমেছে বিশ্ববাজারে
Comments (0)
Add Comment