দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের প্রতি সতর্ক থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক :

বিদেশি সহযোগিতা নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৩১ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ছাত্রলীগের জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ ছাত্রলীগ সংগঠন গড়ে তোলেন জাতির পিতা। ছাত্রলীগকে সুসংগঠিত করতে মন্ত্রীত্বও ছেড়েছিলেন জাতির পিতা। বঙ্গবন্ধুর খুনি ও যুদ্ধাপরাধীদের বংশধররা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

আর আন্তর্জাতিক শক্তি তাদের মদদ দিচ্ছে। এ সময় জাতির পিতার আদর্শ নিয়ে দেশের মানুষের জন্য ছাত্রলীগ নেতাদের কাজ করার আহ্বানও জানান প্রধানমন্ত্রী।

বঙ্গবন্ধু বন্যা বলেন, চাটুকারীর দল সবসময়ই দেশের উন্নয়নে বাঁধা হয়েছে। বিএনপি জামাত সরকার বঙ্গবন্ধুর নামকে ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল। ইতিহাসকে বিকৃত করে মুক্তিযুদ্ধের চেতনা আদর্শকে ধ্বংস করেছিল।

জিয়াউর রহমান পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে গুলি চালিয়েছিল এমন কোনো নজির নেই। বঙ্গবন্ধুর জন্যই জিয়াউর রহমান মেজর জেনারেল হলেও বেঈমানী করেছিলেন তিনি। পঁচাত্তরের পর আবার এদেশে পাকিস্তানি দখলদারিত্ব প্রতিষ্ঠার চেষ্টা করেছে অবৈধভাবে ক্ষমতাসীনরা।

ইই

আহ্বানষড়যন্ত্রসতর্ক
Comments (0)
Add Comment