আ.লীগ কখনও প্রকৃত নির্বাচনে বিজয়ী হতে পারেনি : রিজভী

ডেস্ক রিপোর্ট

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আওয়ামী লীগ কখনও প্রকৃত নির্বাচনে বিজয়ী হতে পারেনি।

১৯৭৩ সালে তারা একদলীয় নির্বাচন করেছে। এর পরে তারা প্রতিবার হেরেছে। ক্ষমতায় থাকার জন্য সুষ্ঠু ও অবাধ নির্বাচনে তোয়াক্কা করছে না। তারা জোর করে ক্ষমতায় থাকতে চাচ্ছেন।

শনিবার (১৪ মে) বিকেলে রাজশাহীর ভূবন মোহন পার্কে সারাদেশে আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মহানগর ও জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, প্রধানমন্ত্রী আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন আগামী দিনে আওয়ামী লীগ নির্বাচনে জিততে না পারলে আপনাদের চামড়া শিয়ালে খাবে। এ জন্য তারা যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে চায়। এসয় রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রীর প্রতি সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দাবি জানান।

রাজশাহী মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা সভাপতিত্বে এসময় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, বিএনপির চেয়ার পার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট কবির হোসেন, জাতীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহাম্মেদ উজ্জ্বল প্রমুখ।

ইবাংলা/জেএন/ ১৪মে, ২০২২

আ.লীগকখনওপারেনিপ্রকৃত নির্বাচনেবিজয়ী হতে
Comments (0)
Add Comment