নড়াইলে ভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষ, কলেজ ছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি

নড়াইলে ব্যাটারিচালিত ভ্যানের সঙ্গে দ্রুতগামী এক মোটরসাইকেলের সংঘর্ষে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে স্বজনদের আহাজারি। এতে ভ্যানে থাকা শিশুসহ চার যাত্রী আহত হয়েছেন। রোববার (১৫ মে) সকাল ১১টার দিকে নড়াইল ধোপাখোলা মোড়ে এই দূর্ঘটনা ঘটে।

নিহত ওই কলেজ ছাত্র হলেন নড়াইল পৌরসভার উজিরপুর গ্রামের রাজা মন্ডলের ছেলে শান্ত মোন্ডল (২০)। তিনি গোবরা মিত্র কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। ওই সময় তিনি মোটরসাইকেল চালাছিলেন। আহতরা হলেন পৌর এলাকার ভওয়াখালী গ্রামের রাধিকা বিশ্বাস (৪২), সঞ্জয় বিশ্বাস (৩০), পাপ্পু বিশ্বাস (৬মাস), নুপুর বিশ্বাস (২৯)। আহতদের নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যাক্ষদর্শী ও নিহতের পরিবার জানায়, শান্ত সকাল ১১টার দিকে পাম্প থেকে মোটরসাইকেলে পেট্রোল ভরে বাড়ির দিকে যাচ্ছিল। ধোপাখোলার মোড় পার হবার হয়ে সামনে থাকা ব্যাটারিচালিত ভ্যানে সজোরে ধাক্কা লাগে শান্তর মোটরসাইকেলের। এসময় শান্ত মোটরসাইকেলের নিচে পড়ে এবং ভ্যানে থাকা যাত্রীরা ছিটকে রাস্তায় পড়ে আহত হন।

পরে স্থানীয়রা আহতদে নড়াইল সদর হাসপাতালে আনার আগেই শান্ত মন্ডলের মৃত্যু ঘটে। অন্য আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইবাংলা/ জেএন / ১৫ মে, ২০২২

কলেজ ছাত্রেরভ্যান-মোটরসাইকেলেরমৃত্যুসংঘর্ষ
Comments (0)
Add Comment