অনলাইন প্লাটফর্মে কৃষিপণ্য বিপণন ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় অনলাইন প্লাটফর্মের মাধ্যমে কৃষিপণ্য বিপণন ব্যবস্থা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা কৃষি বিপণন অফিসের অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণে কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক উদ্ভাবিত অনলাইন প্লাটফর্ম ও সদাই অ্যাপ সম্পর্কে সম্যক ধারণা প্রদান করেন কৃষি বিপণন অধিদপ্তরের সহকারী পরিচালক কিশোর কুমার সাহা ও মাগুরার সহকারী প্রশিক্ষণ কর্মকর্তা আতিকুর রহমান।

কর্মশালাই জানানো হয় এই অনলাইন প্লাটফর্ম (সদাই) ব্যবহার করে কৃষক বা কৃষি উদ্যোক্তাগণ বিনামূল্যে পণ্যের বিজ্ঞাপন দিয়ে বেচা-বিক্রি করতে পারবে। একইভাবে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য ব্যতিরেকে ভোক্তা সরাসরি কৃষক থেকে পণ্য ক্রয় করতে পারবে। তারা বলেন এটি কৃষি বিপণন অধিদপ্তরের এক দারুণ উদ্ভাবন।

এছাড়াও কার্যক্রমটির সমন্বয় ও ডিজিটাল বাজার সম্পর্কে ধারণা প্রদান করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা সহিদুল ইসলাম। অনুষ্ঠানে জেলার ৪ উপজেলার কৃষক, অনলাইন ব্যবসায়ী ও কৃষি উদ্যোক্তাগন অংশগ্রহণ করেন।

ইবাংলা / জেএন / ১৯ মে, ২০২২

অনুষ্ঠিতকর্মশালা
Comments (0)
Add Comment