বগুড়ায় ঘূর্ণিঝড়ে সহস্রাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় (১৯ মে) বৃহস্পতিবার রাত ৮:১৫ থেকে শুরু হওয়া প্রায় দেড় ঘণ্টাব্যাপী ঘূর্ণিঝড় বগুড়া’র উপর দিয়ে বয়ে যাওয়ায় বিধ্বস্ত হয়েছে শতাধিক ঘরবাড়ি।

এ সময় ঝড়ের তান্ডবে উপড়ে পড়েছে অসংখ্য গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। বৈদ্যুতিক খুঁটি উপরে পড়ায় সারারাত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল পুরো এলাকা জুড়ে। প্রায় দেড় ঘণ্টা ঘূর্ণিঝড় এবং বৃষ্টি স্থায়ী ছিল

শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, এতে বাদ পড়েনি বগুড়া শহরের রেল স্টেশনের বস্তিতে গড়ে তোলা সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য পথের দিশা ভাসমান স্কুলঘর! ঝড়ের তান্ডবে টিনের চালা উড়িয়ে নিয়ে ফেলেছে রেলস্টেশনের দক্ষিণে মূল সড়কে।

মাঠে থাকা পাকা বোর ধান, ভুট্টা মরিচ ক্ষেতের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে এতে কৃষকেরা দিশেহারা।

ইবাংলা / জেএন / ২০ মে, ২০২২

ঘরবাড়িঘূর্ণিঝড়েবগুড়ায়বিধ্বস্তসহস্রাধিক
Comments (0)
Add Comment