নবীন শিক্ষার্থীদের আলোকিত মানুষ হয়ে আলো ছড়ানোর আহ্বান

নাজমুল ইসলাম:

নবীন শিক্ষার্থীদের আলোকিত মানুষ হয়ে আলো ছড়ানোর আহ্বান জানিয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেছেন,”পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি বিশেষায়িত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান।তোমাদের হাত ধরেই একদিন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ বিশ্বমানের গবেষণায় যুক্ত।শিক্ষকদের তত্বাবধানে এবং অনুপ্রেরণায় তোমরাও শিক্ষা ও গবেষণা খাতে প্রশংসনীয় অবদান রাখবে।পড়াশোনা ঠিক রেখে অন্যান্য বিষয়েও দক্ষতা অর্জন করে পরিপূর্ণ আলোকিত মানুষ হয়ে উঠতে হবে। তোমাদেরকে আলোকিত মানুষ হয়ে আলো ছড়াতে হবে”।

আজ রবিবার (২২ মে ) দুপরে পাবিপ্রবির কেন্দ্রীয় স্বাধীনতা চত্বরে আয়োজিত ২০২০-২১ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. হাফিজা খাতুন এসব কথা বলেন।

আবাসন ও অন্যান্য সুযোগ সুবিধার বিষয়ে উপাচার্য বলেন, শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধানের জন্য আবাসিক হল নির্মাণের কাজ অব্যাহত রয়েছে।চলমান কাজগুলো শেষ হলে আমরা শিক্ষার্থীদের আবাসন সমস্যা দূরকরতে সক্ষম হবো।এছাড়াও ক্যাম্পাসের চলমান নির্মাণ কাজগুলো শেষ হলে অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে।”

অনুষ্ঠানের সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. এস এম মোস্তফা কামাল খান তার বক্তব্যে বলেন,”জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশের জন্য এই বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণার নতুন নতুন ক্ষেত্র তৈরীতে কাজ করছে।যোগ্য ও সুনাগরিক হিসেবে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে তোমাদের হাত দিয়ে।নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে সর্বশেষ কথা বলবো-তোমাদের যে কোনো প্রয়োজনে আমার দরজা সবসময়ই উম্মুক্ত।”

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মীর হুমায়ুন কবিরের সঞ্চালনায় নবীন বরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন – বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব বিজন কুমার ব্রহ্ম,প্রক্টর ড. হাসিবুর রহমান,ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. সমীরণ কুমার সাহা, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: খায়রুল আলম, ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক মো: সাইফুল ইসলাম, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মো: নাজমুল ইসলাম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. কামরুজ্জামান,মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: হাবিবুল্লাহ্।

বেলা সাড়ে ১০ টায় অনুষ্ঠানের প্রথম পর্ব শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা,বাইবেল ও ত্রিপিটক পাঠের মাধ্যমে। এরপর অনুষ্ঠানে উপস্থিত সকলে মিলে দাঁড়িয়ে সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।

এরপর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নবীন শিক্ষার্থী ও অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকদের অভিব্যক্তি প্রকাশ এবং বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষার্থীদের বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করে নবীনদের মাঝে আনন্দের জোয়ার বইয়ে দেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ও বিভিন্ন বর্ষের অধ্যয়নরত প্রবীন শিক্ষার্থীরা।

ইবাংলা/টিএইচকে/২২মে,২০২২

আলো ছড়ানোর আহ্বান
Comments (0)
Add Comment